শান্ত ছেলেটি

লিখেছেন লিখেছেন সোহেল মাহামুদ০অতি ক্ষুদ্র একজন০ ২২ জুন, ২০১৩, ১২:০০:৫৫ দুপুর

রাস্তার পাশের ওই লাল ইটের বাড়িটায়

শান্ত নামের ওই শান্ত ছেলেটি,

আজ তার বাসিতে সুর ওঠে না,

টেবিলে থাকা লাল ডায়রীর পাতাগুলো,

কতদিন হয় কলমের ছোয়া পায় না।

ক্যালেন্ডারের জানুয়ারীর পাতাটা,

ডিসেম্বরে যেতে পারে না।

বারান্দার ফুলগুলো তৃষ্নার্ত

শুকিয়ে গেছে পানির অভাবে।

ছোট্ট রাবুর হাসিমাখা মুখটি

এখনও কান্না করে মাঝে মাঝে

থামায় অনেকেই, সেই আদরটি পায় না

পাড়ার ছেলেদের কোমল হাতগুলো

কতদিন হয় চকলেটে ভরে না

রাস্তার পাশে টমির ঘেউ ঘেউ,

কতদিন হয় রুটি পায় না

মোড়ের চায়ের দোকানের আড্ডাটা

কতরাত পার হল, আগের মত জমে না

কলেজগেটের বৃদ্ধা ভিখারীনীর শুন্য থালা

আগের মত ভরে ওঠে না

মায়ের আদরে ছেলে,

মায়ের চোখের জল মোছে না।

বোনটি তার চুলের খোপা বাধে,

সেটি খুলে দিতে কেউ আসে না।

পাশের বাড়ির সেই মিষ্টি মেয়েটি

প্রতিদিনই বারান্দায় আসে,

এখন আর সে চিঠি পায় না।

রাস্তার পাশের ওই লাল ইটের বাড়িটায়

শান্ত নামের ঐ শান্ত ছেলে

সবার চোখে চোখে ছিল যে ছেলে আজ তাকে কেউ দেখে ন।

বিষয়: সাহিত্য

১৩৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File