এ সব অন্যায় তামমি
লিখেছেন লিখেছেন ফালতু ২১ জুন, ২০১৩, ০৩:১৪:১৭ দুপুর
প্রিয় তামিমকে বলছি....
তামিম আমার প্রিয় খেলোয়ারদের মধ্যে একজন। তার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম আমার নেই। তাই ফেইসবুকে লিখলাম, এ আশায় হয়তো সে আমার অনুভূতি জানতে পারবে।
তামিম বিয়ে করছে, এতে আমি খুব আনন্দিত তবে একটু ধাক্কা খেলাম তোমার বিয়ের খরচ দেখে! ২ কোটি টাকা!!!
বাংলাদেশের মতো একটি গরিব দেশের জন্য এ টাকা কত বেশী!!! নিজেকে অনেক কষ্ট বোঝালাম যে তুমি অনেক ধনী আর এ টাকা গুলো তুমি আমাদের গরিব দেশে ব্যয় করবে। কিন্তু যখন জানতে পারলাম, তোমরা প্রায় ৫০ লক্ষ্য টাকা ব্যয় করে ভারত থেকে শিল্পী আনবে তোমাদের বিয়েতে পারফর্ম করার জন্য, তখন নিজের মনকে আর কোনো ভাব বোঝাতে পারলাম না। আমাদের দেশেও অনেক ভাল শিল্পী আছে। নিজের বিবেককে প্রশ্ন করোঃ যে ভারত প্রতিদিন সীমান্তে মানুষ হত্যা করে, তুমি তার বিনিময়ে কি করছ ?
যে ভারত গত ১১ বছর তোমাদেরকে খেলায় আমন্ত্রণ জানায়নি এবং আগামি ৯ বছর ও জানাবে না, তাই তুমি এর প্রতিদান দিচ্ছ ?
আর ও অনেক বলার ছিলো ভাবলাম তুমিভারত সম্পর্কে আমার থেকে আরো বেশি জান। আর একটা কথা না বলে পারলাম না, ভারত থেকে শিল্পী আনতে তুমি যে টাকা ব্যয় করবে, এ টাকা দিয়ে কমপক্ষে ৫০টি গরিব ও অসহায় মেয়েকে বিয়ে বা ৫০টি গরিব ও অসহায় পরিবার কে সাবলম্বী করা সম্ভব। তোমার বিবেক কে প্রশ্ন করো?
আল্লাহ তোমার সহায় হোন।…আমিন
ফালতু
বিষয়: বিবিধ
১৪৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন