আসিফের মুক্তি ও জিসিসি নর্বাচনে আওয়ামিলীগ এর ভবিষ্যত্‍

লিখেছেন লিখেছেন সবাক পাখি ২৯ জুন, ২০১৩, ১০:৫৫:০৩ রাত

আমি মনে করি আসিফ মহিউদ্দিনকে খুব ভাল

একটা সময়ে মুক্তি দিয়েছে। আওয়ামীদের

গাজীপুর সিটি নির্বাচনে ডোবাইতে ওর

এই সময়ই মুক্তি পাওয়াটা খুবই

জরুরী ছিল। কারণ আসিফকে আজ হোক

বা কাল এই সরকার মুক্তি দিতই।

তবে এখন এই

সময়ে মুক্তি দিয়ে নিজেদের

পায়ে কুড়াল মেরেছে। এমনিতেই

হেফাজত ইস্যু নিয়ে তারা ফাঁটা বাঁশের

চিপায় ছিল। আর এখন আসিফের মত

নাস্তিকের মুক্তি। আসিফের মত

নাস্তিকদের প্রতি যাদের এত

সমবেদনা তারাও যে নাস্তিক

সেটা হাদীসেই বর্ণিত।

সুতরাং আওয়ামী বিরোধীদের একটা শক্ত

ইস্যু তৈরি হল।

ইস্যুটাও সুন্দর। এই আওয়ামী সরকার

নাস্তিক্যবাদী সরকার।

মুখে বলে মদীনা সনদের কথা আর কাজ

করে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মত।ব্যস

গাজীপুর সিটি নির্বাচনেও এবার

আওয়ামী লীগ লোটা পাইবে।আইজ বুঝবিনা ,বুঝবি ______Big GrinBig Grin

বিষয়: রাজনীতি

৯৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File