বাংলাদেশের প্রেক্ষাপটে পীর

লিখেছেন লিখেছেন সবাক পাখি ২৯ জুন, ২০১৩, ০১:২৪:০৫ দুপুর

আমাদের দেশে পীর ভক্ত মানুষের অভাব নেই।

কিন্তু হতাশার দিক হচ্ছে দেশে ভন্ড পীরেরও অভাব নেই।

তাই দুঃখজনক হলেও সত্যি যে দেশে পীরের অনেক আশেক রয়েছে যারা পীরদের চেয়েও অনেক জ্ঞানী,আল্লাভীরু কিন্তু তারা পীরের খপ্পরে পরে (নিজেদের কথা ভুলে যাচ্ছেন)সর্বস্ব হারাচ্ছেন।

আমাদের দেশে একটি রাজনৈতিক দল রয়েছে "জাকের পার্টি"।জাকের পার্টি নাকি পীরের দল এবং ইসলামিক আকিদা মেনে চলে কিন্তু কিছুদিন আগে পার্টির সম্মেলনে দেখা গেল ভিন্ন চিত্র সম্মেলন মন্ঞে বসে আছেন পীর সাহেব , তার দিকে সবাই অভাক দৃষ্টিতে তাকিয়ে আছে।

কেন?

কারন হচ্ছে পীরসাহেবের দাড়ি নেই,মাথায় টুপি নেই,একটা টুপি কিছুক্ষন পর পর মাথায় দেন আর খুলেন,তার পাশে বসে আছে এক বেপর্দা মহিলা,তিনি মহিলার দিকে কিছুক্ষন পর পর তাকাচ্ছেন।এই যদি অভস্থা হয় পীরের তাহলে আমরা তাকে কি বলব?

নিশ্চই ভালো মানুষ নয়।

অনেকেই আছেন পীর ভক্ত তাদেরকে বলব,ভক্ত হওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন।

সে কি আপনার চেয়ে জ্ঞানী?

সে কি আল্লাহর আইন মেনে চলে?

বিষয়: বিবিধ

১০৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File