তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা মওলবী ইলিয়াস দেহলভীর দুটি স্বীকারোক্তিত
লিখেছেন লিখেছেন সবাক পাখি ২০ জুন, ২০১৩, ০৬:০৩:২৬ সন্ধ্যা
তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা মওলবী ইলিয়াস দেহলভী মৃত্যুর আগে অছিয়ত করেছেন, "আমার নামাজে জানাজা যেন একজন আশেকে রাসুলকে দিয়ে পড়ানো হ্য়"। তিনি আরো বলেছেন, "তার প্রচলিত তাবলিগ জামাতের ফর্মুলাখানা তিনি স্বপ্নযোগে পেয়েছেন । যদি তিনি এটা আরো আগে টের পেতেন তবে তিনি ঘুমের ঔষধ খেয়ে আরো বেশি করে ঘুমাতেন। এ দুটি ছিল তার সরল স্বীকারোক্তি। এবার শুনুন তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা মওলবী ইলিয়াস দেহলভীর আরো কয়েকটি গোপন কথা: খানকায়ে আবুল উলাইয়া, ঢাকা থেকে ২০১১ সালের ১২ই ফেব্রুয়ারী প্রকাশিত 'নাজাতের পথ' শীর্ষক ক্রোড়পত্রের ৪৯-৫০ পৃষ্টায় লেখা আছে "বর্তমানে প্রচলিত ছয় উসুলী তাবলীগ জামায়াত দয়াল নবীজীর তাবলীগ নয়।
বিষয়: বিবিধ
১৬৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন