আল মাবুদ স্যার কে বলছি.... স্যার

লিখেছেন লিখেছেন আদম মোল্লা ২৩ জুন, ২০১৩, ১১:০২:২৬ রাত

আল মাবুদ স্যার কে বলছি....

স্যার

সালাম নিবেন, আশা করি ভলো আছেন।হে খনিকের অতিথি এলে প্রভাতে কারে চাহিয়া

ছড়া শেখালে পথ বাহিয়া

কোন অপরা চাহনি ফিরে কার বিষাদে শিশিরও নীড়েঁ এলে নাহিয়া

ওগো অকরুন কি মাঁয়া জানো মিলনও ছলে বিরহ আনো

চলেছ পথিক আলোক জ্বালে আধাঁরও পানে, মন ভোলানো, মোহনও তানে, গান গাহিয়া। -এভাবে আমরা আমাদের শিক্ষক দের স্মরন করি। ব্যাস্ততাপুর্ন এই জীবনে এক ধাপ থেকে আরেক ধাপে আসতে হয়। আর আমাদের পুরোনো কে স্মৃতির খাতাবদ্ধ করতে হয়। আর এ জন্য যখনই মনে পরে তখনই খারাপ লাগে। স্যার সত্যি বলতে কি আমি অপনাদের খুব ভালো বাসি. আর ভালোবাসার মানুষকে দুরে রেখে কি কোরে মন ভালো থকে। আমার লেখা পড়ে কষ্ট পেলে ক্ষমা করবেন। প্লীজ! প্লীজ!!

বিষয়: বিবিধ

১৩৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File