যেমন কুকুর তেমন মুগুর প্রয়োজন
লিখেছেন লিখেছেন ফ্রিডমফাইটার ২৬ সেপ্টেম্বর, ২০১৩, ১১:৫৪:২৫ রাত
সাধারন মানুষ বলে থাকে দেশে রাজপথের রাজনীতি করার ক্ষমতা শুধুমাত্র আওয়ামীলীগ এবং জামাত-শিবিরের আছে। এই দুই দলই যেকোন ইস্যুতে রাজপথ গরম করতে পারদর্শি। বাকি আর কোন দলই এই কাজটা পারেনা। বিশেষ করে দেশের অন্যতম জনপ্রিয় দল বিএনপি একাজে একেবারেই আনকোরা। মুখে যতই হাম্বি তাম্বি করুক রাজপথে কখনোই আওয়ামীলীগ বা জামাতের সাথে টিকতে পারেনা।
আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর থেকে বেগম খালেদা জিয়া গরম গরম কথা বলছেন। কথায় কথায় এসরকারকে টেনে নামাচ্ছেন। কিন্তু আজো রাজপথে আন্দোলন গড়ে তুলতে পারেননি। দেশের জনগণ সরকারের ওপর চরম ক্ষুব্ধ অথচ এই জনগণকে রাজপথে নামাতে পারেনি বিএনপি। এর একটিমাত্র কারন তাহলো নিজেদের শক্তি ও সামর্থের অভাব। ২৪ অক্টোবরের পরে আন্দোলনের যে হুমকি বেগম জিয়া দিচ্ছেন সেটাও কোন কাজে আসবেনা বলেই দেশবাসী মনে করে। আওয়ামীলীগ যে জাতের দল তাদের সাইজ করতে সে জাতের লোকই দরকার। তাই সাধারন মানুষ বলাবলি করছে- জামাত-শিবির যদি রাজপথে নামে তবেই আওয়ামীলীগ সাইজ হবে তাছাড়া বিএনপির পক্ষে একাজ সম্ভব না। আল্লাই জানে জামাত-শিবির বিএনপির পক্ষ হয়ে রাজপথে নামবে নাকি আ’লীগের হাতে গোপন আঁতাত করে উল্টো বিএনপিকে রাজনীতি থেকে সরায়ে দেয়। দেখার অপেক্ষায় পুরো জাতি।
বিষয়: বিবিধ
১৪৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন