বিএনপি কি আসলেই রাজপথে নামবে?

লিখেছেন লিখেছেন ফ্রিডমফাইটার ০৫ আগস্ট, ২০১৩, ১২:৫১:২৬ রাত



ঈদের পর সরকার পতনে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি নিয়ে মাঠে নামবে বিএনপি। দলের সিনিয়র নেতারা গরম গরম ভাষন দিয়ে প্রতিদিনই টেলিভিশনের পর্দায় ভেসে উঠছেন। কিন্তু বিএনপি আসলেই রাজপথে কোন শক্ত কর্মসূচি নিয়ে নামতে পারবে এটা কেউই বিশ্বাস করেনা। সবার মত আমারও বিশ্বাস হয় না। সেদিন বেগম জিয়ার নির্দেশের পরেও হেফাজতের নিরীহ কর্মিদের রক্ষায় বিএনপির একজন কর্মিও ঢাকার রাজপথে নামেনি। ভবিষ্যতে কখনো নামবে সেটা বিশ্বাস করা খুবই কঠিন।

যোগাযোমন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি বগুড়ায় এক অনুষ্ঠানে বলেছেন, “বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই দাপট দেখাতে শুরু করেছে।” তিনি সত্য বলেছেন। সারাদেশে বিএনপি, যুবদল, ছাত্রদল এখনই যা করছে তাতে জনমনে প্রশ্ন জাগছে এরা ক্ষমতায় গেলে কি করবে? ইতোমধ্যেই সরকারি বিভিন্ন দপ্তরের ঠিকাদারির ভাগাভাগি শুরু হয়েছে। কোন নেতা কোন দপ্তর দেখবে তা ইতোমধ্যেই ঠিক হয়েছে। কোন কাজের কত পার্সেন্ট কোন কোন নেতা পাবেন সেটাও নাকি ঠিক করে ফেলেছেন বিএনপি নেতারা। এখন বাকি শুধু ক্ষমতায় বসা। ভাবখানা এমন যে কেউ যদি কালকেই বলতো- “বাবাজিরা তোমরা এখন দেশের মালিক। যার যা খুশি করো।” তাহলে বিএনপি নেতারা সবচেয়ে বেশি খূশি হতো। এই যখন অবস্থা তখন খামাশা রাজপথে আন্দোলন করে ঝাম ঝরাতে চাইবে কে? ক্ষমতায় যাওয়া যাদের হাজার ভাগ নিশ্চিত তারা অযথা কেন রাস্তায় নেমে পুলিশের লাঠির বাড়ি খাবে? সুতরাং ঈদের পর ঈদ আসবে, মাসের পর মাস কেটে যাবে কিন্তু বিএনপির মত সুবিধাবাদি দল রাজপথে এমন কোন কঠোর আন্দোলনই করতে পারবেনা যাতে সরকারের ভীতে কাঁপন ধরে!

বিষয়: বিবিধ

১২০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File