মখা প্রমান করিলেন তিনি সত্যিই রাজাকার!
লিখেছেন লিখেছেন ফ্রিডমফাইটার ২৭ জুন, ২০১৩, ০৪:২০:৩৭ বিকাল
বঙ্গবীর কাদের সিদ্দিকী অনেক দিন ধরেই বলে আসছেন আমাদের মহাপরাক্রমশালী স্বরাস্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর ওরফে মখা আলমগীর একজন রাজাকার। পাকিস্তান সরকারের অধীনে চাকুরি করাকালে তিনি রাজাকার বাহিনী গঠন করেছিলেন এবং রাজাকারদের বেতন সিটে তিনি সই করতেন। নিয়মিত রাজাকার ক্যাম্পের খোঁজখবর নিতেন। একথা বলার অপরাধে কাদের সিদ্দিকীকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। আওয়ামীলীগ নেতারা তাঁকে রাজাকার বলে গালিও দিয়েছেন। বঙ্গবন্ধুর পরে যে মানুষটিকে মুক্তিযুদ্ধের জন্য সবচেয়ে বেশি সম্মানিত মনে করা হয় সেই কাদের সিদ্দিকীও আজ রাজাকার গালি শুনছেন এটাই বোধ হয় মহান মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় অর্জন!
যাহোক মাত্র ক’দিন আগে রাজধানীর শাহবাগে ডা: ইমরান সরকার সাহেবরা যাদের রাজাকার বলে গালি দিয়েছে সরকারও তাদেরকে রাজাকার বলে স্বীকার করেছে। তাদের সেই তালিকার শীর্ষে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকের মাধ্যমেই জামায়াত-শিবির অর্থ পাচ্ছে এবং সেই অর্থ দিয়ে দেশে অরাজকতা তৈরি করছে এমন অভিযোগ সরকারের আতিপাতি সব নেতাকর্মির মুখেই। যদিও প্রধানমন্ত্রী নিজ হাতে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের কাছ থেকে কোটি কোটি টাকার চেক গ্রহন করছেন। আওয়ামীলীগের প্রভাবশালী এমপি, বিসিবির সাবেক সভাপতি লোটাস কামাল বিশ্বকাপ ক্রিকেটের সময় রাজধানীকে মনোরম সাজে সাজাতে ইসলামী ব্যাংকের কাছ থেকে ১০ কোটি টাকা নিয়েছেন। সর্বশেষ বুধবার চাঁদপুরে স্বরাস্ট্রমন্ত্রী মখা আলমগীর ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন করেছেন। সেই অনুষ্ঠানে তিনি ইসলামী ব্যাংককে নিজেদের ব্যাংক মনে করে ইসলামী ব্যাংকের সাথে লেনদেন করতে বলেছেন চাঁদপুরবাসীকে। মখার এই বক্তব্য শূনে মিটমিট করে হেসেছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা এবং চাঁদপুরের মানুষ। এ খবর ছড়িয়ে পড়ার পর এখন সারা দুনিয়ার মানুষ হো হো করে হাসছেন। আর জামায়াত-শিবিরের নেতাকর্মিরা দাঁতের ওপর দাঁত দিয়ে বিড়বিড় করে বলছে “ই-তে ইসলামী ব্যাংক তুই রাজাকার বলছিলা না; এইবার বুঝো ঠ্যালা! ম-তে মখা আলমগীর তুই রাজাকার তুই রাজাকার।“
বিষয়: বিবিধ
১৪৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন