ডিজি-টাল মানবতাবাদী !!!
লিখেছেন লিখেছেন সচেতন প্রহরী ২২ জুন, ২০১৩, ১০:৪৯:০০ রাত
তেনারা মহান মানবতাবাদী দেশপ্রেমিক বুদ্ধিজীবী মানুষ , দেশ নিয়া ভাবতে ভাবতে তাগো কালা চুল সময়ের পরিক্রমায় সাদা হইয়া যায় । তারা শীতাতপ নিয়নত্রিত কক্ষে বইসা দেশের গরীব জনগনের কথা কয় । আহারে ! এসি রুমে থাইকাও তাগো ঘাম ছুটে আপনের আমার কথা ভাবতে ভাবতে । কি দয়ালু হেতেরা ! হেতেরা দেশের জনগনের টাকায় কিনা কোটি টাকা দামের গাড়ি দিয়া ঘুইরা ঘুইরা মানবতার বুলি শুনায় । অথচ হেতেগো এলাকার লোক ঠেলা গাড়ি চালায় আবার কেউ কাজ না পাইয়া, না খাইয়া মরে । আহা ! আহা ! আহা ! কি মধু কি মধু ! তারা হইলো মানবতাবাদী । তাদের দারা মানবতা রক্ষা হইবেনাতো কারে দিয়া হইবে আপনার আমার দারা ? হেতেরা মহান লোক গরীব মানুষের সাথে বুকে বুক মিলায়া শান্তনা দেয়না পাছে এই সব অচ্ছুতের শরীর থেইকা ভাইরাস ব্যাক্টেরিয়া ঢুইকা উনাগো অসুস্থ কইরা দিবে । আহা আহা উনারা যদি বিমারে পইরা যান তাইলে মানবতার মহান বুলি আওরাইবে কে দেশের সেবাই বা কে করিবে ? আপনাদের বুঝিতে হইবে তাহারা বিরাট মূল্যবান মানুষ । দেশের এই পরিস্থিতি দেইখা ছোট বেলায় পড়া দিজেন্দ্রলাল রায়ের সেই বিখ্যাত কবিতা "নন্দলাল" হঠাৎ করিয়া মনে পইড়া গেলো , দীজেন্দ্রলাল রায়ের নন্দলাল অনেক ভালা আছিল সে ঘরে বইসা দেশ উদ্ধার করতো , আমাদের দেশের ডিজিটাল মানবতাবাদীরাতো ভালোর উপর পুরা ধামাকা ছাপ্পা মাইরা দিছে তাহারা জনগনের টাকা অপচয় কইরা দামি প্রাডো,পাঁজেরো লইয়া ঘুইরা মানবতার বুলি আওরায় । নতুন গাড়ি না পাইলে তারা দেশ সেবা, মানব সেবা করিতে পাড়েনা । রিক্সা অথবা পদব্রজে মানবতার সেবা করিতে তাদের প্রেসটিজে আঘাত লাগে । আবার বছর বছর তাহারা মানবতাবাদী হিসেবে বিশাল বিশাল পুরষ্কারও পায় । আহা আহা জনগন এখন তাদের বদৌলতে মানবতার নতুন শিক্ষার পাঠ গ্রহন করিতেছে । আজ জনগন মানবতা বলতে বুঝে গরীবের উপর ধনীর অত্যাচার আর চুরি,ডাকাতি,হত্যা করে রাজনৈতিক পরশে পগার পার । কি সুন্দর মানবতার চর্চা আমাগো দেশে হইতাছে দেখলে চোখে পানি আসে !!! সীমান্তের কথা না হয় আজ নাই কইলাম ।
সবশেষে একটা কথাই কইয়া যাই ভাইরে আমরা সকল গরীব নিরীহ জনগন হইলাম মানবতার সবচেয়ে বড় শত্রু এই দেশে এই পৃথিবীতে জন্ম নিয়াই আমরা সবচেয়ে বড় মানবতা বিরোধী অপরাধ করছি । শেষ হইয়াও তবু শেষ হয়না আরেকটা কথা কইয়া যাই বুক ভরা দির্ঘশাস নিষ্কাশন কইরা "বেঁচে থাক নন্দলাল বেঁচে থাক ডিজিটাল মানবতাবাদী" । আরা কিছু কওয়ার নাই আমি আইজকার মতো বিদায় লইতাছি । আল্লাহ হাফেজ ।
বিষয়: বিবিধ
১৪০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন