একবিংশ শতাব্দির বিদ্রোহী ।
লিখেছেন লিখেছেন সচেতন প্রহরী ২১ জুন, ২০১৩, ০৯:৩৩:০৪ রাত
আমি বিদ্রোহী তাই বিদ্রোহকে ভালোবাসি ,
বিদ্রোহের সাথেই আমার ঘর সংসার ।
বিদ্রোহের সাথেই জরিয়ে আছে আমার প্রতিটি স্বত্তা ,
বিদ্রোহী মন কখন কোথায় ছুটে যায় ,কিসের আশায়-
এ প্রশ্ন যদি কেউ করে -
জবার দিব উচ্চকন্ঠে বিদ্রোহীর কোন ঠিকানা নেই ।
সেই কাজী নজরুল থেকে শুরু করে সুকান্ত-
আমি তাদের মত হতে চাই।
আমি সব অন্যায়ের বন্দিশালায় আগুন জ্বালিয়ে দেব ,
১৮ বছর বয়স আমাকে দেবে সেই মন্ত্রনা ।
পদাঘাতে ভেঙ্গে দিব সকল বাধা -
আসুক, আসুক না নিষ্ঠুর যন্ত্রনা ।
অন্ধকার আমানিশা ভেদ করে,
এনে দিতে চাই সুখের প্রখর আলো ।
সেখানে থাকবেনা কোন অত্যাচারী,
থাকবে শুধু এ জগতের সকল ভালো ।
আমার মুখের গ্রাস কেউ কেড়ে নেবেনা,
আমার বোনের পরিধেয় বস্ত্র কেউ টেনে ছিড়বেনা-
হতে হবেনা আমি গরিব বলে আর অপমানিত ।
এমন ধরনীর সপ্নে -
মন সৃষ্টি সুখের উল্লাসে বিদ্রোহী হয় ।
তাইতো এ সপ্নে বিভোর হয়ে-
আমি বিদ্রোহী,আমি বিদ্রোহী,আমি বিদ্রোহী ।
***আমার এই কবিতাটি সর্বপ্রথম সামহোয়ার ইন ব্লগে প্রকাশিত ।
বিষয়: বিবিধ
১১২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন