মিলাদ শরিফের ফজিলতঃ

লিখেছেন লিখেছেন হাফিজ তাজ উদ্দীন ০৯ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:০৭:২৯ রাত

ফাজায়েলে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু

আলাইহে ওয়াসাল্লাম)

১.হযরত আবু বকর সিদ্দীক

(রাঃ) বলেছেন

“যে ব্যক্তি মিলাদুন্নবী সাল্লাল্লাহু

আলাইহে ওয়াসাল্লাম এর জন্য এক দিরহাম খরচ

করবে সে জান্নাতে আমার সাথী হবে।”

২.হযরত

ওমর(রাঃ) বলেছেন

“যে ব্যক্তি মিলাদুন্নবী সাল্লাল্লাহু

আলাইহে ওয়াসাল্লাম এর সম্মান দিবে,সে দ্বীন

ইসলামকেই জীবিত রাখবে।”

৩.হযরত ওসমান(রাঃ)

বলেছেন “যে ব্যক্তি মিলাদুন্নবী সাল্লাল্লাহু

আলাইহে ওয়াসাল্লাম এর জন্য এক দিরহাম খরচ

করবে সে যেন নবীজীর সাথে জঙ্গে বদর

এবং জঙ্গে হোনাইনে শরীক হলো।”

৪.হযরত

আলী(রাঃ) বলেছেন

“যে ব্যক্তি মিলাদুন্নবী সাল্লাল্লাহু

আলাইহে ওয়াসাল্লামকে তা’যিম

করবে এবং মিলাদ পাঠ করার উদ্যোগ গ্রহণ

করবে সে ঈমানের সাথেই দুনিয়া হতে বিদায় গ্রহণ

করবে এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ

করবে।”

৫.হযরত হাসান বসরী(রহঃ) বলেছেন

“আমার যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ

থাকতো তাহলে আমি মিলাদ শরীফ পাঠ করার জন্য

সব স্বর্ণ খরচ করে দেওয়াই পছন্দ করতাম।”

৬.হযরত জুনাইদ বাগদাদী(রহঃ) বলেছেন

“যে ব্যক্তি মিলাদুন্নবী মাহফিলে উপসি'ত

হয়ে তার প্রতি সম্মান প্রদর্শন

করবে,সে ব্যক্তি ঈমানের ক্ষেত্রে সফল হবে।”

৭.হযরত মারুফ কারখী(রহঃ)

বলেছেন“যে ব্যক্তি মিলাদুন্নবী সাল্লাল্লাহু

আলাইহে ওয়াসাল্লাম

উপলক্ষ্যে খানা তৈরী করবে,ভাই বন্ধুদের

দাওয়াত করে একত্রিত করবে,আলোক

সজ্জা করবে,নতুন পোষাক পরিধান করবে এবং আতর

গোলাপ ও আগরবাতি দ্বারা মাহফিলকে সুগন্ধময়

করবে এবং উদ্দেশ্য হবে মিলাদুন্নবীর

প্রতি সম্মান প্রদর্শন-আল্লাহ তাআলা তাঁকে প্রথম

শ্রেণীর নবীগণের সাথে হাশরে উঠাবেন

এবং আ’লা ইল্লিয়্যিনে তাঁকে স'ান করে দিবেন।”

৮.ইমাম শাফেয়ী(রহঃ) বলেন “যে ব্যক্তি মিলাদ

মাহফিলে ভাই বন্ধুদের একত্রিত করবে,

খানাপিনা তৈরী করবে,মিলাদ শরীফের জন্য

দৃষ্টি নন্দন মঞ্চ তৈরী করবে, উত্তম আমল

করবে এবং মিলাদুন্নবী অনুষ্ঠানের

উদ্যোক্তা হবে-আল্লাহ

তাআলা তাঁকে সিদ্দীকিন,শোহাদা ও

বুর্যুগানে দ্বীনের সাথে হাশর নসীব করবেন

এবং সে ব্যক্তি জান্নাতুন নাঈমে বাস করবে।”

৯.হযরত ছিররি ছাকতী(রহঃ) বলেন

“যে ব্যক্তি মিলাদুন্নবী স'ানে গমন করলো, করার

ইচ্ছা করলো,সে ব্যক্তি বেহেস্তের

বাগানে যাওয়ার

ইচ্ছা করলো,কেননা সে ব্যক্তি একমাত্র নবীজীর

মহব্বতেই সেখানে যাওয়ার ইচ্ছা করেছে।

নবী করীম সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ইরশাদ

করছেন “যে ব্যক্তি আমাকে মহাব্বত

করে সে আমার সাথেই বেহেস্তে অবস'ান করবে।”

১০.ইমাম জালালুদ্দীন সুয়ূতী(রহঃ) তার লিখিত

ওয়াসায়েল ফি শরহে শামায়েল গ্রনে' উল্লেখ

করেছেন-“যে ঘরে,যে মসজিদে কিংবা যে মহল্লায়

মিলাদুন্নবী অনুষ্ঠান করা হয়-আল্লাহর ফিরিশতাগণ ঐ

স'ানের লোকদের উপর রহমত বর্ষণ

করে থাকে,আর আল্লাহ

তাআলা আমভাবে তাদেরকে রহমত ও সন'ষ্টি দান

করে থাকেন।”তিনি আরও বলেছেন

“যে মুসলমানদের ঘরে মিলাদ পাঠ করা হয়-আল্লাহ

তাআলা ঐ ঘরের বাসিন্দাদের থেকে দুর্ভিক্ষ, কলেরা,

অগ্নিসংযোগ, পানিতে ডুবে মরা,আপদ ও

বালা মসিবত,লোকের হিংসা বিদ্বেষ, বদ নজর ও

চুরি দূর করে দেন। মৃত্যুর পর মুনকার নকীরের

সওয়াল জওয়াব সহজ করে দেন এবং আল্লাহর নিকট

সে সম্মানিত আসন লাভ

করে।”

[আল্লামা ইবনে হাজার হাইতামী মক্কী

শাফেয়ী(রহঃ)এর আন নে’মাতুন

কোবরা হতে অনুদিত]

বিষয়: বিবিধ

১৬৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File