এই লজ্জা রাখবে কোথায়…??

লিখেছেন লিখেছেন হাফিজ তাজ উদ্দীন ২৮ জুন, ২০১৩, ০৯:৪৩:৩১ রাত

প্রধানমন্ত্রির মরণ কামনা করে স্ট্যটাস দেয়ার কারনে বুয়েট এর এক শিক্ষকের ৭ বৎসর কারাদন্ড দিয়েছেন আদালত।

কিন্তু মহানবি (সাঃ) যিনি প্রধানমন্ত্রির ও নবী। এই নবী কে নিয়ে কটুক্তিকারি আত্নসিকৃত নাস্তিক আসিফ মহি উদ্দিন জামিন পেয়ে যায়!!!

কি বলব, আর বলেই বা কি লাভ!!

লজ্জায় আমার মরার অবস্থা, এমন একটি দেশের নাগরিক আমি যেই দেশে ৯০ ভাগ মুসলিম হওয়া সত্বেয় তাদের প্রান প্রিয় রাসুলের অবমাননা কারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনা "যদি পদ হারিয়ে যায়" এই ভয়ে।!!!

এই লজ্জা রাখবে কোথায়…??

হে বাংলার মোসলমান, চুপ থেকনা জবাব দাও…

বিষয়: বিবিধ

১৪৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File