****চাঁক্ষ্যুসমানের সংগ ধর****

লিখেছেন লিখেছেন মোঃ কবির হোসেন ৩০ জুন, ২০১৬, ০৬:৫৩:৩৭ সকাল

একবার ভাবে ডুব দাও তোমি

একবার ভাবে ছেড়ে যাও এই জগত তোমি

দেখবে আল্লাহ ছাড়া আর তোমার

নাই কিছু কেহ আপন

ভাব ছাড়া যত আপন দেখ তোমি

সবার লাভে আপন তোমি

লাভ ছাড়া দেখ পর তোমি

আপনই যদি হইবে তোমি আপন জনের

তবে কেন কাঁদ তোমি বুক ভাসায়ে অশ্রু জলে

আপন আপন যত তোমি দেখ ভাব ছাড়া ভবে

ভাবে ডুবে দেখ তোমি সকলেরই তোমি পর

ভাবের দেখা তোমার সত্য দেখা

ভাব ছাড়া তোমি সব দেখ মিথ্যা

এবার তোমি মিথ্যা আপন ছাড়

ভাবের তোমি সত্য আপন মান

তোমার আল্লাহ ছাড়া আপন কেহ নাই

ভাবে দেখ নিরাকার আল্লাহ

ছাঁয়াহীন ভাবে বিরাজ করছে তোমার মনে

ভাব নাই মনে তাই তোমি দেখনা তাঁরে

অন্ধজন কি দেখে সূর্যকে

একবার ভাবনা বসে তোমি কোন নির্জনে

দাও খুঁলে ভাবের দরজা তোমার মনের ঘরের

এবার দেখ তোমি তিঁনি বিরাজ করছে

তোমারই মধ্যে নিরাকার ছাঁয়াহীন ভাবে

দেখতে পারনি তোমি তাঁকে ভাবের ভুলে

ভবের মায়ায় সুখে মুহ গ্রস্হ হয়ে মনে

তোমি ভুলে ছিলে তোমার আল্লাহকে

এবার তোমি জীবন ধন্য কর

ভাব কর সদায় তোমি তাঁর সনে

ভাব বীনা তোমি পাবে না তাঁরে

যত ভাববে তোমি তাঁরে

তোমার চোঁক্ষের জ্যোতি যাবে বেড়ে

সেই জ্যোঁতিতে দেখবে তোমি তাঁরে

আপন মনেতে

এবার মন তোমার কর সুদ্ধ্যি

ভাবে ভাবে কর তা তোমি

মন সুদ্ধ্যি হলে তোমি হবে তাঁর

সেই হইবে তোমার

তোমি আর সে মিশে এক হবে

আপনারে দেখবে তোমি সেই

নিরাকার ছাঁয়াহীন ভাবে অর্থাৎ

তিঁনি তোমাকে দেখা দিবেন তোমার

রুপ ধরে নিরাকার ছাঁয়াহীন ভাবে

তখন তোমার কথা তাঁর কথা

তাঁর কথা তোমার কথায়

রবেনা কোন তফাত যেন

সেই তোমার হয়ে গেছে

অমন ভাগ্য যদি গড়তে চাও তোমি

ভাব কর সদায় তাঁর সনে তোমি

যদি ভাবের উদয় না হয় তোমার মনে

যাও ভাবুকের চরণ ধুলী লও মাখী

জীবন কর তোমার ধন্য তোমি

তোমার চেয়ে তোমার জন্য

কেউ নাই তোমার শুভা কাঙ্খী

যত শুভা ভাব তোমি

সবাই তোমার অশুভা কাঙ্খী

ভাবে ডুবে দেখ তোমি

তোমার একজনই শুভা কাঙ্খী

তিঁনি তোমার আল্লাহ

তিঁনি তোমাকে সুপথ দেখায়

তাঁরে ছাড়া তোমি যাহা ভাব

সবই তোমার মিথ্যা ভাবনা

এখনও আছে সময় ভবে থাকিতে

আপনারে লও চিনিয়া প্রাণ থাকিতে বুকেতে

প্রাণ তোমার উড়ে গেলে চিনবে না আর তাঁরে

অন্ধজন যেমন চিনেনা নিজেকে

তবে এবার তোমি অন্ধজনের সঙ্গ ছাড়

চাক্ষ্যুসমানের সংগ ধর

যেমন বসবাস তেমন তার উদয় পরকালে৷

বিষয়: বিবিধ

১২৮৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

373561
৩০ জুন ২০১৬ সকাল ০৮:০১
নাবিক লিখেছেন :
তিঁনি তোমাকে দেখা দিবেন তোমার
রুপ ধরে নিরাকার ছাঁয়াহীন ভাবে
এই কথার মানে কী?
373595
৩০ জুন ২০১৬ দুপুর ০১:৫৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : একটি এলান
Click this link

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File