*******আমি বাঁচতে চেয়েছি*******

লিখেছেন লিখেছেন মোঃ কবির হোসেন ১৭ জুন, ২০১৬, ০৪:৫১:৪৩ রাত

আমি বাঁচতে চেয়েছি

পথে ঝড়া পাতা ধরে

ঘাশের পাতা ধরে

খরকুটো ধরে

আমি ধরে রাখতে পারিনি

পাতা ঘাশ খরকুটে

ঝড় কেড়ে নেই সবই

তবুও আমি বাঁচতে চেয়েছি

আমি বাঁচতে চেয়েছি

আলো বাতাসে মিশে

দানব গুলো আমার

চোঁখের তারায় তীর ছুঁড়ে

আমার বাতাস ভারী

দুষিত করে

তবুও আমি বাঁচতে চেয়েছি

আমি বাঁচতে চেয়েছি

এক টুকরো শাদা কাগজে

প্রেতাত্বা কাগজটুকুতে কালিমা

মেখে চলে যায়

আমি হারিয়ে যাই কাল মেঘে

ওরা আমাকে সেখান থেকে

টেনে হেঁচরে বের করে

আমার চোঁখে বৃষ্টি বেঁধে দেয়

তবুও আমি বাঁচতে চেয়েছি

আমি বাঁচতে চেয়েছি

পাখির পালকে উড়ে

ওরা পাখিটি জবাই করে

পালক গুলো ফেলে দেয়

ময়লার ডাষ্টবিনে

আমার নাক কুচকে আসে

তবুও আমি বাঁচতে চেয়েছি

আমি বাঁচতে চেয়েছি

পানির উপর ভাসা কচুরী পাতায়

ভর করে

আমি হারিয়ে যাই অতল গহীনে

আমি সেখানেও বাঁচতে চেয়েছি

মাটি ধরে

বালি খামছে

আমি ধরে রাখতে পারিনি

মাটি

বালি

তবুও আমি বাঁচতে চেয়েছি

আমি শেষ বাঁচতে চেয়েছি

নখের ভিতর লুকানো

মাটি

বালি ধরে

আমি ধরে রাখতে পারিনি তাও

পানি ধুইয়ে নেই সবই

তবুও আমি বাঁচতে চেয়েছি।

ছবি সংগ্র



বিষয়: সাহিত্য

১১৩৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372256
১৭ জুন ২০১৬ বিকাল ০৪:৪৯
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : খুব সুন্দর কবিতা। আপনি কি কবি? মনছুয়ে যায়। তবে এই ছবিটা না দিলে মনে হয় বেটার হয়।
৩০ জুন ২০১৬ সকাল ০৬:৫৭
310028
মোঃ কবির হোসেন লিখেছেন : মনপূত মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।ভাল থাকবেন।আপনার প্রতি আমার শুভ কামনা রইল।Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
372287
১৭ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:২৩
আফরা লিখেছেন : কবিতা আমি তেমন বুঝি না কিন্ত পড়ে মনে হল ভালই হয়েছে ।
৩০ জুন ২০১৬ সকাল ০৬:৫৯
310029
মোঃ কবির হোসেন লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।ভাল থাকবেন।আপনার প্রতি আমার শুভ কামনা রইল।ধন্যবাদ।Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File