*********নীল পাখি
লিখেছেন লিখেছেন মোঃ কবির হোসেন ০৯ জুন, ২০১৬, ০৪:১১:১৬ বিকাল
পাখিটি নীল
সর্বাঙ্গই নীল
যে ছুঁই সেও
হই নীল
তবু
পাখিটি ছুঁইয়ে
সকলেই হইতে
চাই নীল৷
ছুঁইনি যে পাখিটি
সে আমার পথ প্রদর্শক
আমি তার পথিক
কে সেই আমার পথ প্রদর্শক
আমি খুঁজি তাঁরে
পাই না খুঁজে ভবে
খুঁজে পাই আমিই
আমার পথ প্রদর্শক৷
ছবি সংগ্রহ
বিষয়: সাহিত্য
১৩০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন