*******হীন মনা জাতি
লিখেছেন লিখেছেন মোঃ কবির হোসেন ০৮ জুন, ২০১৬, ০৬:৫৯:৪৯ সকাল
চীন সরকার তার দেশে রোজা নিষিদ্ধ করেছে
আমি অবাক হচ্ছি কি করে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ গুলির
চীন পৃথিবীর শ্রেষ্ঠ মূর্খ জাতিতে পরিণত হল
যে জাতি নিজ ধর্ম বড় আর অপর ধর্মকে ছোট
করে দেখে
সে জাতি পৃথিবীর শ্রেষ্ঠ হীন মনা মূর্খ জাতি
সে জাতি দ্বারা নিশ্চিত জাতি ক্ষতি গ্রস্হ হবেই
যেমন হীন মনা প্রধান দ্বারা বাংলাদেশ এক তপ্ত নরক
বাংলাদেশকে এক তপ্ত নরক বলা কি আমার ভুল হল
না
যে দেশে প্রতিদিন মানুষ বলি জবাই শীরচ্ছেদ হচ্ছে
সে দেশ নরক ছাড়া আর কি হতে পারে
মানুষ কবে সত্যিকার ধর্ম পালন করবে
কবে মানুষ বুঝবে যে ধর্ম প্রত্যেকের স্বতন্ত্র
কোন ধর্মের উপর কারো হাত নাই
যারা পৃথিবীতে ধর্ম নিয়ে বাড়াবাড়ী করছে
তারা পশু জন্তু হিংস্র অপেক্ষা নিকৃষ্ট
তারা মানুষ বলি জবাই শীরচ্ছেদ করছে
যেমন সিরিয়ায় বাংলাদেশে পাকিস্তানে
সৌদি আরবে
ওদের কি এতটুকু বুদ্ধি জ্ঞ্যান হয় না যে
ওরা ধর্ম সম্পন্য করতে যে প্রাণটি ধ্বংস
করছে
যাকে বলি জবাই শীরচ্ছেদ করছে
তাদের মত ওদের বা ওদের কারোর
তেমনি বলি জবাই শীরচ্ছেদ হতে হবে
আর তখন তাদের বুঝেও লাভ হবে না
কারণ হিংস্রের থাবায় তখন তাকেও প্রাণ
দিতেই হবে
একটু ভেবে দেখুন পৃথিবীবাসী ধার্মীকগণ
সুন্দর ভাবে বেচে থাকার চেয়ে বড় ধর্ম আর কী
প্রত্যেক প্রাণীর বেঁচে থাকার অধিকার আছে
কারোর প্রাণ কেড়ে নেওয়া অধিকার কারোর নাই
যেহুতু প্রাণী কুলের মৃত্যু আল্লাহ লিখে রেখেছেন
সেইহেতু মৃত্যু অবদী প্রত্যেক প্রাণকে বাঁচার
স্বাধীনতা দিন
সেই স্বাধীনতার জন্য প্রান উৎস্বর্গ করুন
আমি আপনার সাথে আছি
এখন আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন
ধর্ম কী?উত্তর পেয়ে যাবেন।
বিষয়: বিবিধ
১১৪৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ আমি অবাক হচ্ছি কি করে আমেরিকা/বৃটেন/কানাডা/অস্ট্রেলিয়া/জাপান/রাশিয়া/ফ্রান্স থাকার পরও পৃথিবীর শ্রেষ্ঠ দেশ
চীন হয়ে গেল ?
মন্তব্য করতে লগইন করুন