********পহেলা বৈশাখ********
লিখেছেন লিখেছেন মোঃ কবির হোসেন ১৪ এপ্রিল, ২০১৬, ০১:৩২:১৩ দুপুর
পহেলা বৈশাখ,বছরের প্রথম দিন
ভুলে যায় গতকাল,গত সকল বছর
আস ভালবাসা দিয়ে নববর্ষকে
বরণ করি মোরা
নববর্ষের শুভেচ্ছা
সেই পবিত্র সময়
যে সময় প্রাণে ধরে
বলে ছিলে মোরে
ঘৃণীত যেন না হয়
একে-অপরকে ভুলে
সেই দিনের সেই সময়
মনে কি পড়ে না তুমার
হাঁসিতে-নাঁচিতে
বাতাসে-দুলিতে
প্রাণ খুঁলে গায়তে
ভালবাসার গান
সেই গানে জুঁড়াত
মম হৃদয় প্রাণ
স্বরণে যদি আসি ভুলে
বল না ভালবাসি
ঐ কথা রাখিতে প্রিয়
ধরে তোমার হাত দুটি
আমি নরক পথে যে
গমণ করিতে পারি
শোন যদি কোন শুভ ক্ষণেও
ভুলেও যদি ঘৃণা কর আমায়
তুমার সনে যাব নাকো প্রিয়
আল্লাহর বেহেশ্তেও পণ আমার৷
বিষয়: বিবিধ
১১০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন