আমি তনু হত্যাকারীর ফাঁসি চাই
লিখেছেন লিখেছেন মোঃ কবির হোসেন ২৬ মার্চ, ২০১৬, ০৩:৩৭:১০ দুপুর
আমি সোহাগী জাহান তনুকে চিনি পত্রিকা পড়ে
তাকে ধর্ষণের পর মর্মান্তিক ভাবে হত্যা করা হয়
কেন তনু এই হত্যার শিকার হয়?তা জানি না তবে
বুঝি এই হত্যাকারী তনুর উপর প্রতিশোধ নিয়েছে
মানে?মানে হত্যাকারীর প্রেম প্রত্যাখান করায়
তনুকে খুন
আর তনুকে পাওয়া যায় কুমিল্যা সেনা নিবাস সংলগ্নে
প্রথমে তার ছেড়া চুল,কিছু দুরে তার জুতা,কিছু দুরে ছেড়া
জামা সহ রক্ত ঝড়া অবস্হায় তাকে,এখানে প্রশ্ন আসে কেন
তার চুল,জুতা দেহ ভিন্ন ভিন্ন যায়গায় পাওয়া গেল
নিশ্চয় হত্যাকারী অন্যত্র তনুকে হত্যা করে ওখানে
ত্রলোমেলো ভাবে রেখে যায়,আর তার সত্যতা বলছে
সেখানে সর্বক্ষণ সেনাবাহিনী ডিউটিতে কর্তব্যরত আছে
ত্রমনকি সেখানে সিসি টিভি ক্যামেরাও আছে যা হত্যাকারীর
জন্য ভয় স্বরুপ৷নিশ্চয় কেউ ভয় নিয়ে খুন করতে পারে না৷
সুতরাং হলফ করে বলা যায় সেখানে তনু খুন হয়নি
তনু খুন হয়েছে নির্ঝণ কোন রুমে!
এখন আপনার প্রশ্ন হচ্ছে কে সেই খুনী?
খুনী যেই হোক না কেন,তবে যেহুতো খুন
সেনানিবাসের ভিতরে হয়েছে সেহেতো বলা যায়
কোন সেনাবাহিনী এই খুনীর সাহায্যকারী
কিভাবে ধরা যায় এই হত্যাকারী?
তনু হত্যার দিন সেনা নিবাসে কোন গেষ্ট এসেছিল কিনা তা তদন্ত করা
কারণ হত্যাকারী বাহির থেকেও আসতে পারে,আর তার তথ্যাদী
সেনানিবাসে প্রবেশ পথে চেক পোষ্টের নিকট জমা আছে৷
কারণ,বিনা তথ্য ব্যাতিত কেউ সেনা নিবাসে প্রবেশ করতে পারে না৷
অবশেষে আমি গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রীর নিকট
আমি তনু হত্যাকারীর ফাঁসি চাই।
বিঃদ্রঃছবি সংগহ্র প্রথম আলো
বিষয়: বিবিধ
১১১৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন