মৃত্যু দন্ডের আইন
লিখেছেন লিখেছেন মোঃ কবির হোসেন ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ০৩:২৪:৩২ দুপুর
ঐ দেখ লোকটি আগুনে জ্বলছে
বাঁচার জন্য সে প্রাণ ভিক্ষা চায়ছে৷
যার নিকট চায়ছে সে প্রাণ ভিক্ষা
আরও সে আগুন তাকে দিচ্ছে দিগুণ
বুঝি লোকটির আর বাঁচা হল না৷
সেই আগুন দেখে,দাউ দাউ
আগুন জ্বলছে আমার প্রাণে
সেই আগুন নিভাতে আমি চাই মরিতে
ব ন্ধু আমায় দেয় না মরিতে
আমি সুখে বাঁচি
চায় না বন্ধুর মনে৷
আমার মত তোমরা যদি
সেই আগুনে জ্বলতে
আন্দোলন করে সরকারের
বিধানে,যে আগুন দেয় তার
মৃত্যু দন্ডের আইন করিতে৷
বিষয়: সাহিত্য
৭৮৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন