দুবাই ধুলি বৃষ্টি হচ্ছে

লিখেছেন লিখেছেন মোঃ কবির হোসেন ০২ এপ্রিল, ২০১৫, ০৪:০৩:৩৪ বিকাল





ইমেজ ধুলি বৃষ্টি

এখন দুবাই ধুলি বৃষ্টি হচ্ছে

শিশুর মত এই মন দুলছে

ইচ্ছা হচ্ছে গায়ে ধুলি মাখি

এখন এই পাশে থাকিলে প্রিয়া তুমি

আমি মাখিতাম তুমার গায়ে ধুলি

অতপর,দুজনে হাত ধরি যেতাম

সেই যুমিরা আরব সাগর ধারে

কেমন যেন বুকটা থরফর করিল

বুঝিলাম আমার এই আশা পূর্ণ হইবার নয়

মানীলাম এই ধুলি মিশে মাটি হইবে

আমার হইবে তার ভিতর কবর!

বিষয়: বিবিধ

১২৩৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312443
০২ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:১৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এই মাত্র কর্মস্থলে এসেছি। প্রতি দিন যেখানে ১২ টায় আসি আজ শুধু ধুলার জন্য দেরিতে এসছি ।
312473
০২ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৪৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ধুলার দেশে ধুলা ঝড়। কি সুন্দর দেখা যাচ্ছে।
312530
০২ এপ্রিল ২০১৫ রাত ১০:০৪
আবু জারীর লিখেছেন : ভাই ধালাবালির মধ্যে বৌ বাচ্চা লইয়া বাহিরে না বেড় হওয়াই ভালো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File