আত্ব প্রকাশ
লিখেছেন লিখেছেন মোঃ কবির হোসেন ০১ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:২০:২৪ সকাল
হে আমার প্রাণেশ্বর জাতি,আজ আপনারা আমাকে ক্ষমা করুন,
আপনাদের অমন দুঃখী জীবনের জন্য আমিই দায়।সেদিন,
আমি কবির মৃত্যু ভয়ে সত্য আপনাদের বলিনি,তবে,আমি
অনেক পত্রিকায়,বিবিসিতে,ও প্রথম আলো ব্লগে এই বিষয়ের উপর,
এবং,প্রধান মন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের উপর ২০১৩ তে লেখা দেই,
কিন্তু,কোন সম্পাদক সাহেব আমার সেই লেখা প্রকাশ করেন নি।
হে প্রাণেশ্বর জাতি,আর আমি আপনাদের অমন দুঃখ সইতে পারছি না,
আর আমি আপনাদের অনেকের অমন অকাল মৃত্যু মানতে পারছি না,
আপনাদের অমন দুর্ভোগ নরক হয়ে আমার প্রাণ বেষ্টণী করে আছে,
এখন সেই নরকের আগুনে আমার হৃদপিণ্ড জ্বলছে,অসহনীয় জ্বালা,
খুব অসহনীয় জ্বালা,আর এক সেকেন্ডও তা আমি বইতে পারছি না,
ঠিক যেন,জীবন্ত মানুষের গায়ে আগুন দিয়ে চামড়া তুলে নেওয়া হচ্ছে ,
হে জাতি,আপনারা আমাকে ক্ষমা করুন,এই নরক থেকে মুক্ত করুন,
আর নিশ্চয়,আপনাদের ক্ষমা ব্যাতিত আমি হব অনন্তকালের নরকবাসী,
কেননা যে,আল্লাহ জ্ঞ্যানী লোকের অপরাধ ক্ষমা করেন না।
হে আমার প্রাণেশ্বর জাতি,এখন নিশ্চয় আপনাদের মন জানতে চায়ছে,
কেন আমি আপনাদের নিকট বার,বার ক্ষমা চাইছি?তাহলে তা জানোন,
এখন আমি আপনাদের সাথে যে কথা গুলো বলব এই কথা গুলো
আমার ২০১৩,মে মাসের ৩ তারিখের।
আজ শুক্রবার,এখানকার সময় সকাল ১০টা ৪৫মিনিট,আমার
জীবনে ঘটে যায় এক অলৌকিক ঘট না,কি সেই অলৌকিক ঘটনা?
তখন আমি খুব চিন্তা করি সাভারে ধ্বসে পরা রানা প্লাজা নিয়ে
অন্য দিনের মত এই দিনেও আমি নিজকে প্রশ্ন করি সাভারে
ধ্বসে পরা রানা প্লাজা ধ্বংস স্তুপের নীচে কেউ কি জীবিত আছেন?
আমার ভিতর থেকে কেউ উত্তর করিলেন,হ্যা আছেন,ফের আমি-
প্রশ্ন করিলাম,আপনি কে উত্তর করছেন?তিঁনি উত্তর করিলেন,
আমি আল্লাহ বলছি।
আমি এখন প্রশ্ন করিলাম,হে আল্লাহ,যে ধ্বংস স্তুপের নীচে আছেন,
সে ছেলে,না মেয়ে?আল্লাহ উত্তর করিলেন,মেয়ে।
আমি এখন প্রশ্ন করিলাম,হে আল্লাহ,যে মেয়েটি ধ্বংস স্তুপের নীচে আছেন,
সেই মেয়েটির নাম কি?আল্লাহ উত্তর করিলেন,রেশমা।
আমি এখন প্রশ্ন করিলাম,হে আল্লাহ,রেশমা বিবাহিতা,নাকি অবিবাহিতা?
আল্লাহ উত্তর করিলেন,বিবাহিতা,তাহলে,রেশমার শ্বামীর নাম কী?
আল্লাহ উত্তর করিলেন-রাজ্জাক।
আমি এখন প্রশ্ন করিলাম,হে আল্লাহ,রেশমাকে কত তারিখে উদ্ধার করা হইবে?,আল্লাহ উত্তর করিলেন,সতের তারিখে।
আমি এখন প্রশ্ন করিলাম,হে আল্লাহ,রেশমাকে সতের তারিখে জীবিত,
না মৃত উদ্ধার করা হইবে?আল্লাহ উত্তর করিলেন,সতের তারিখে
রেশমাকে জীবিত,ও সম্পূর্ণ সুস্হ অবস্হায় উদ্ধার করা হইবে।
আমি এখন প্রশ্ন করিলাম,হে আল্লাহ,রেশমার বাড়ী কোন জেলায়?
আল্লাহ উত্তর করলেন দিনাজপুর জেলায়।
আমি এখন প্রশ্ন করিলাম,হে আল্লাহ,রেশমাকে কিভাবে উদ্ধার করা হইবে?,
আল্লাহ উত্তর করলেন,প্রথমে রেশমাকে হাঁটা-চলা অবস্হহায় পনের বছর
বয়সের একজন স্কুল ছাত্র দেখবে,পরে সেই-স্কুল ছাত্র প্রশাসন দলকে খবর
দিলে প্রশাসন দল রেশমাকে সম্পূর্ণ সুস্হ ও জীবিত অবস্হায় উদ্ধার করবে।
এখন আমি একটু অবাক হয়ে প্রশ্ন করিলাম,হে আল্লাহ,
পনের বছর বয়সের ছাত্র কিভাবে রেশমাকে প্রথমে দেখে?
আল্লাহ উত্তর করলেন,আমি যা জানি,তোমি তা জান না,আমি জানি,
স্কুল ছাত্র তার মহত গুণে প্রথমে রেশমাকে দেখবে,ও
পরে সেই স্কুল ছাত্র প্রশাসন দলকে খবর দিলে প্রশাসন দল
রেশমাকে সম্পূর্ণ সুস্হ ও জীবিত অবস্হায় উদ্ধার করবে।
আমি এখন প্রশ্ন করিলাম,হে আল্লাহ,উদ্ধার হওয়া রেশমার জবান-
বন্দি কি হইবে?আল্লাহ উত্তর করলেন,উদ্ধার হওয়া রেশমার দ্বিতীয়
দিনে জবান বন্দি হইবে?আমার নিকট পনের দিনের খাবার ছিল,
বাকী দুই দিন আমার নিকট খাবার না থাকায় আমি প্রতি মুহুর্ত
মৃত্যুর যন্ত্রণা ভোগ করি।
আমি এখন প্রশ্ন করিলাম,হে আল্লাহ,তাহলে আমাকে আরও কিছু
ভবিষ্যত সমন্ধে অবহিত করুন।আল্লাহ উত্তর করলেন,পাকিস্তানে
নওয়াজ শরীফ সরকার গঠন করবে।
আমি এখন প্রশ্ন করিলাম,হে আল্লাহ,তাহলে আমাকে আরও কিছু
ভবিষ্যত সমন্ধে অবহিত করুন।আল্লাহ উত্তর করলেন,ইরানে
রুহানী সরকার গঠন করবে।
আমি এখন প্রশ্ন করিলাম,হে আল্লাহ,আমাকে আরও কিছু ভবিষ্যত
সমন্ধে অবহিত করুন,আল্লাহ উত্তর করিলেন,মিশরের প্রেসীডেন্ট
মুরসী ক্ষমতাচ্যুত হইবে।
আমি অবাক হয়ে এখন প্রশ্ন করিলাম,হে আল্লাহ,তা কি করে সম্ভব?মুরসীতু
এক বছর মাত্র ক্ষমতায় এসেছে,আল্লাহ উত্তর করলেন,আমি যা জানি,
তোমি তা জান না,এবং মুরসী ক্ষমতাচ্যুত হওয়ার পরের দিন
দশজন লোক মারা যাইবে।
আমি এখন প্রশ্ন করিলাম,হে আল্লাহ,মুরসী কত তারিখে ক্ষমতাচুত হইবে?
আল্লাহ উত্তর করিলেন,জুলাই মাসের তিন তারিখে।
আমি এখন প্রশ্ন করিলাম,হে আল্লাহ,আমাকে আরও কিছু ভবিষ্যত
সমন্ধে অবহিত করুন,আল্লাহ উত্তর করলেন,চন্দ্র পৃথিবীর নিকটে চলে আসবে,আমি বল্লাম,তা-কি করে সম্ভব?অবাক হওয়ার মত কথা,
আল্লাহ উত্তর করলেন,আসবে,তোমি জেনে রাখ,আর আমি যা জানি,
তোমি তা জান না
আমি এখন প্রশ্ন করিলাম,হে আল্লাহ,চন্দ্র কত তারিখে পৃথিবীর নিকট-
চলে আসবে?,আল্লাহ উত্তর করলেন,জুন মাসের তেইশ তারিখে।
আমি এখন প্রশ্ন করিলাম,হে আল্লাহ,আমাকে আরও কিছু ভবিষ্যত
সমন্ধে অবহিত করুন,আল্লাহ উত্তর করিলেন,জামায়াতের আমীর
গোলাম আজমের পাঁচানব্বই বছরের জেল হইবে,ও কাদের মোল্লার
ফাঁসীর রায় হইবে,
আমি এখন প্রশ্ন করিলাম,হে আল্লাহ,আমাকে আরও কিছু ভবিষ্যত
সমন্ধে অবহিত করুন,আল্লাহ উত্তর করিলেন,তুলি ইন্ডিপেন্ডাড জিওগ্রাফী
চ্যানেলে প্রকাশ পাইবে।আমি বল্লাম,তুলি কে?আল্লাহ উত্তর করিলেন,তুলি
সবুজ চোঁখ ধারী।আমি এখন প্রশ্ন করিলাম,তুলি কোন জেলার?আল্লাহ উত্তর করিলেন,তুলি রাজশাহী জেলায় কাঠারিয়া.....।
এখন আমি নিজ থেকে প্রশ্ন করিলাম,ইন্ডিয়ায় নির্বাচনে কে পাশ করিবে?
আল্লাহ উত্তর করিলেন,মোদী।ফের,আমি প্রশ্ন করিলাম,মোদী কে?
আল্লাহ উত্তর করলেন,নরেন্দ্র মোদী।ফের,আমি বলিলাম,আমিতু নরেন্দ্র মোদীকে চিনি না,হে আল্লাহ আপনি বলুন,কংগ্রেস জিতবে,না-কি বিজেপি জিতবে?।
আল্লাহ উত্তর করিলেন,বিজেপি ২৮২ আসনে জিতবে।এবং মোদী ঝড় সমালোচিত হইবে।আর,তখন কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী লজ্জায় দল ত্যাগ করতে চায়বে,
কিন্তু,দলের লোকের ধরুন সে দল থেকে বেরিয়ে আসতে পারবে না।
ফের,আমি আল্লাহকে প্রশ্ন করিলাম,হে আল্লাহ,ইন্ডিয়ার বিষয়ে আমাকে আরও কিছু ভবিষ্যৎ সমন্ধ্যে অবহিত করুন,আল্লাহ উত্তর করিলেন,ইন্ডিয়ার মঙ্গলে পাঠানো যান প্রথম ধাপেই সফল হইবে।
ফের,আমি নিজ থেকে প্রশ্ন করিলাম,হে আল্লাহ ভিন গ্রহ থেকে পৃথিবীতে কোন যান আসবে-কি?আল্লাহ উত্তর করিলেন,আসবে।আমি বল্লাম,কোথায় আসবে?
আল্লাহ উত্তর করিলেন,ইরানের আকাশে।ফের আমি বল্লাম,কোথায় আসবে?
ইরানের আকাশে।তা কে দেখবে?,বিমান যাত্রী।তা-কি করে সম্ভব?সেই যাত্রী বিমানের জানালা দিয়ে দেখবে।তাকি প্রকাশ পাইবে?।হ্যা,যাত্রী প্রকাশ করবে।
ফের,আমি নিজ থেকে প্রশ্ন করিলাম,হে আল্লাহ পৃথিবীতে আলোচিত মালালা সমন্ধ্যে কিছু অবহিত করুন,আল্লাহ উত্তর করিলেন,মালালা যৌথভাবে নোবেল জয়ী হইবে।আমি একটু অবাক হয়ে বলিলাম,যৌথভাবে কি কেউ নবেল জয়ী হয়।আল্লাহ উত্তর করিলেন,হ্যা,হয়।আমি বল্লাম,হে আল্লাহ,মালালা তখন কোন অবস্হায় থাকবেন,আল্লাহ উত্তর করিলেন,মালালা তখন রশায়ন বিদ্যা অধ্যায়ন রত অবস্হায় রবে।
আমি এখন প্রশ্ন করিলাম,হে আল্লাহ,আমাকে এমেরিকা সমন্ধ্যে কিছু ভবিষ্যৎ অবহিত করুন,আল্লাহ উত্তর করিলেন,এমেরিকা খুব অর্থ সংকটে পতিত হইবে।
ফের,আমি নিজ থেকে প্রশ্ন করিলাম,হে আল্লাহ,আমাকে বিজ্ঞান নাসা সমন্ধ্যে ভবিষ্যৎ কিছু অবহিত করুন,আল্লাহ উত্তর করিলেন,নাসার কয়লা আকৃতির ধুমকেতুতে পাঠানো রোবট যান প্রথম ধাপেই সফল হইবে।তবে,রোবটটি প্রথমে জাম্প করিবে,কিন্তু,তার চিংড়ী মাছের ন্যায় পায়ের ধরুন পরে দাড়াতে সক্ষম হইবে।এইবার আল্লাহ আমাকে নিজ থেকে বল্লেন,মঙ্গলে প্রাণ ৬৭দিন বাঁচবে।
তবে,বিজ্ঞান ৬৮দিন প্রকাশ করবে।আমি অবাক হয়ে বল্লাম,মঙ্গলে প্রাণ মাত্র ৬৭দিন বাঁচবে।
এইবার আমার টুইন টাওয়ার ধ্বংসের কথা মনে হওয়ায় ফের আমি নিজ থেকে বল্লাম,হে আল্লাহ,পৃথিবীতে ভয়ংকর কিছু কি ঘটবে?,হ্যা ঘটবে,আমি বল্লাম,তেমন বিষয়ে ভবিষ্যৎ কিছু আমাকে অবহিত করুন,আল্লাহ উত্তর করিলেন,ভয়ংকর আই,এস দল আত্ব প্রকাশ করবে।আর সে দল হবে পশ্চিমা রাষ্ট গুলোর জন্য খুব ভয়ংকর হুমকী স্বরুপ।আমি এখন প্রশ্ন করিলাম,হে আল্লাহ,আই,এস কি?আমিতো বুঝলাম না।আল্লাহ উত্তর করিলেন,ইসলামী ইস্ট্রেট।
আমি এখন প্রশ্ন করিলাম,হে আল্লাহ,আমাকে আরও কিছু ভবিষ্যত
সমন্ধে অবহিত করুন,আল্লাহ উত্তর করিলেন,বাংলাদেশ,সিরিয়া ও
মিশরের মত হইবে।
আমি এখন প্রশ্ন করিলাম,হে আল্লাহ,সেই ভয়ংকর রুপ থেকে বাংলাদেশের
মুক্তির উপায় কী?আল্লাহ উত্তর করিলেন,আমি তোমাকে বাংলাদেশের
প্রধান মন্ত্রী নির্বাচিত করিয়াছি।
আমি এখন প্রশ্ন করিলাম,হে আল্লাহ,তা কি করে সম্ভব?
আমিতু কোন রাজনীতির সাথে জড়ীত নই,আর আমি কোনও-
দলও করি না,আল্লাহ উত্তর করিলেন,আমি তোমার দলের নাম-
করিয়াছি,বি,এইচ,পি,এবং তোমার দলের প্রতিক করিয়াছি-
প্রজাপতি,আর আমি তোমাকে সর্বাধিক সাহায্য করিব।
আমি এখন প্রশ্ন করিলাম,হে আল্লাহ,আপনি আমাকে কিভাবে-
সাহায্য করিবেন,আপনিতু অদৃশ্য,আপনাকে কেউতু দেখেই না,
আর আমি আপনাকে যে রুপ দেখিলাম,যে কেউ অমন অবস্হায়-
আপনাকে দেখে স্টোক করে মারা যাইবে,আল্লাহ উত্তর করিলেন,
আমি সকলের সাথে দেখা দেই না,আমার ও আমার সৃষ্টির প্রতি-
যার সমান সম্মান,শ্রদ্ধা,ভক্তি ও ভালবাসা আছে,আমি শুধু
তাঁকেই দেখা দেই,তাঁর আর আমার মাঝে কোন ভেদ রাখি না,
আমার জ্ঞ্যানে আমি তাকে জ্ঞ্যানী করি,আমার জ্ঞ্যানই তাঁর জ্ঞ্যান।
আর,আমি সকলের মধ্য থেকে তোমাকে আমি সাহায্য করিব।
তন্মধ্যে,আমি তাঁদের হয়ে,সকল বাহিননীর প্রধান হয়ে,সকল-
পত্রিকার সম্পাদক হয়ে,বি চৌধুরী,ডঃ ইউনুস,হেফাজতে-
ইসলাম আমীর,ও জামায়াত দল হয়ে বেশী সাহায্য করিব।
আমি এখন প্রশ্ন করিলাম,হে আল্লাহ,জামায়েতের কথা আপনি-
কিভাবে উচ্চারণ করিলেন,জাতিতু তাঁদের লাশ,ধ্বংস দেখতে চায়,
আল্লাহ উত্তর করিলেন,হে কবির,তোমি জাতির উদ্দেশ্যে বল,
যে জাতি বঙ্গ বন্ধু ও শহীদ জিয়াউর রহমানের জ্ঞ্যানকে বিকৃত-
করতে চায়,সে জাতি অন্ধ,সে জাতি দ্বারা জাতি দুর্ভোগ পোহাবেই,
আর জাতির সে দুর্ভোগে বঙ্গ বন্ধু ও শহীদ জিয়াউর রহমানও
দুর্ভোগ পোহাবে,কিন্তু,অন্ধ বলে সে জাতি তাহা জানে না।
এখন আমি বল্লাম,হে আল্লাহ,আপনি শুধু আমাকে বাংলাদেশের প্রধান মন্ত্রী নির্বাচিত করিলেন,আপনার সৃষ্টি কুলের মধ্যে আমিতু বাংলাদেশকে
একটা কণার মতও দেখছি না,আমি সমগ্র পৃথিবীর কল্যাণে আসতে চাই,
সকল অসুস্হ মানুষকে সুস্হ করতে চাই,সকল রুগা গ্রস্হ মানুষকে রুগ-
মুক্ত করতে চাই।আমার পবিত্র,মহান আল্লাহ উত্তর করলেন,হে কবির,
তোমি এই(........)বলে পানিতে ফুক দাও,তা অসুস্হ,রুগা গ্রস্হকে
পান ও গোসল করাও,অসুস্হ,রুগা গ্রস্হরা সুস্হ ও রুগ মুক্ত হইবে।
এখন আমি নিজ থেকে বলিলাম,হে আল্লাহ,যারা আমার-আপনার কথোপ-কথন
মিথ্যা বলবে,এবং আমার সাথে শত্রুতামী করবে,আপনি তাদের কি শাস্তি দিবেন?
আমার সর্ব শক্তিমান আল্লাহ উত্তর করলেন,আমি তাদের বাক শক্তি কেড়ে নিব।
আল্লাহ বল্লেন,হে কবির,তোমি জাতির উদ্দেশ্যে বল,আল্লাহর নিকট
মৃত রাজার চেয়ে জীবীত প্রজা শ্রেয়,কেননা যে,সে জাতির কল্যাণে আসে,
তবে,অসুস্হ মস্তিষ্ক জাতি তাহা মানবে না।
হে কবির,তোমি জাতির উদ্দেশ্যে বল,হে জাতি,
আল্লাহ আপনাদের অন্তরকে জ্যোতীর্ময় করতে চান,
আপনারা একে-অপরের মাঝে আল্লাহ বিদ্ধমান মেনে,
একে-অপরকে আল্লাহ সমান সম্মান,শ্রদ্ধা,ভক্তি করুন,ভালবাসুন,
কেউ,একে-অপরের জন্য দুঃখ সৃষ্টি করে আল্লাহর জন্য দুঃখ-
সৃষ্টি করবেন না,কেননা যে,আল্লাহতু সকলের মাঝে বিদ্ধমান,
আর নিশ্চয়,আল্লাহ দুঃখ সৃষ্টিকারীকে পছন্দ করেন না।
হে কবির,তোমি জাতির উদ্যেশ্যে বল,
আপনারা আলোর মধ্যে কল্যাণ করুন,আধারের মধ্যে জ্ঞ্যান চর্চা করুন,
তাহলে,আপনারা অনন্তকালই আলোর মধ্যে বাস করবেন,অথচ,
আপনাদের ইচ্ছা আধারের মাঝেই বাস করতে বেশী সাচ্ছন্দ বোধ করেন।
আর নিশ্চয়,আল্লাহ কোন ব্যাক্তি,বা,জাতিকে ইচ্ছা ব্যাতীত কিছুই দান
করেন না।বস্তুত,আপনাদের ইচ্ছাকে এক্ষুনী সত্যের পথে পরিচালিত করুন,
আপনাদের একটি সুন্দর ইচ্ছাতেই আল্লাহ একটি দেশ বা জাতিকে
কল্যাণ করতে পারেন।
হে কবির,তোমি জাতির উদ্যেশে বল,
আল্লাহ আপনাদের অন্তরের খবর জানেন,আপনারা রাজনীতির নামে
ক্ষমতার দুর্ব্যাবহার করে আসছেন,আল্লাহ আপনাদের ক্ষমতা দিয়াছেন,আর,
তিঁনিই আপনাদের থেকে ক্ষমতা কেড়ে লইবেন,এবং আপনাদের মধ্য
থেকে সর্ব জীবে সমান প্রেমীক,তিঁনি-তাঁকে শিঘ্র ক্ষমতা দিবেন,আর নিশ্চয়,আল্লাহর কৌশল সর্বোৎকৃষ্ট।
হে কবির,তোমার অন্তস্হ আমার সততা প্রকাশ করতে ভয় পাচ্ছ কেন?
তোমি সর্ব বিষয়ে চিন্তা কর,চিন্তা কর আর চিন্তা কর,বেশী-বেশী চিন্তা কর,
আরও বেশী চিন্তা কর,আর প্রশ্ন কর,আর উত্তর খুঁজ,উত্তর খুঁজ আর প্রশ্ন কর,তাহলেই,তোমি দার্শনীক হইতে পারবে,আর,আমি তোমাকে পৃথিবীর
শ্রেষ্ঠ দার্শনীক করিয়াছি,যাতে তোমি ভয় না পাও,আর,আমিই সকল
দার্শনীকদের অন্তর করি সাহসী অন্তর।
হে দার্শনীক,আর তোমি মৃত্যুকে ভয় করুনা,তোমার মৃত্যু ভয়ে আমি
খুব লজ্জাবোধ করছি,কেননা যে,তোমি আমার শ্রেষ্ঠ প্রেমীক,আর,
আমার প্রেমীকগন-আমার অপেক্ষা অধিক কিছু ভালবাসে না,বস্তুত,
তোমি নিজেকে প্রকাশ কর-আমাকে ভালবাসার প্রমান কর।
হে কবির,আমি তোমাকে সাহায্য করিতে পৃথিবী বাসীকে বলে দিচ্ছি,
হে পৃথিবীর প্রেসীডেন্ট সকল,বিশেষত্ব আরব প্রেশীডেন্ট গন এবং
সকল বাংলা ভাষী গন,আমি আল্লাহ কবিরের অন্তস্হল থেকে বলছি,
আমি বাংলাদেশকে মুক্তির উদ্যেশ্যে কবিরকে গত ৩ইমে ২০১৩ নির্বাচিত
করিয়া ছি,কিন্তু,কবির খুবই ভীতু,প্রতি শ্বাসে সে ভয়ে মৃত্যুর যন্ত্রণা ভোগ করছেন,আপনারা সকলে,বাংলা ভাষী গন,কবিরকে সাহায্য করুন,
তাঁর মনে সাহস দিন,আর আপনাদের সেই সাহায্য কবিরকে নয়,
আমাকেই (আল্লাহকেই)সাহায্য করা হলো,এবং আপনারা নিশ্চিত হোন,
আপনাদের সেই সাহায্যে আমি বাংলাদেশকে নরক থেকে মুক্ত করে
স্বর্গ দান করব,নিশ্চয়,আপনার আল্লাহ সর্বোচ্চ মহান,সর্বোচ্চ জ্ঞ্যানী।
হে কবির,তোমি জাতির উদ্যেশে বল,হে প্রিয় দেশবাসী,
আপনারা সকলেই আমাকে সাহায্য করুন,এবং আপনারা নিশ্চিত হোন,
আমাকে আপনাদের সাহায্য বিফল যাবে না,আমাকে সাহায্যের প্রতিদান
স্বরুপ আল্লাহ আপনাদের শান্তিপূর্ণ দেশ দান করিবেন,আল্লাহ আমার
সাথে ওয়াদা বদ্ধ,আর নিশ্চয়,আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না।
হে প্রিয় দেশবাসী,যা সত্য,তা গোপন থাকে না,তা কখনো প্রকাশ হয়,
আজ আমার সত্য সময় আপনাদের নিকট প্রকাশ করলাম,আপনারা
আমার সত্য জ্ঞ্যান আপনাদের জ্ঞান,বুদ্ধি,বিবেক ও দর্শন দ্বারা প্রমান করুন,এবং,পৃথিবীর শ্রেষ্ঠ,শ্রেষ্ঠ পাদ্রী,যোতির্বিদ বিজ্ঞান দ্বারা প্রমান করুন,
আপনারা আমাকে এই ঋণ মুক্ত করুন,আমি ঋণ মুক্ত কবর বাসী হতে চাই।তবে,আপনারা এও জেনে নিন যে,যদি আপনাদের মধ্যে কেউ আমাকে
জীবিত অবস্হায় টুকরো,টুকরো করেন,কিংবা,আমাকে জীবিত অবস্হায়
আগুনে নিক্ষেপ করেন,তবু,আমার,আল্লাহর সাথে কথোপ,কথন মিথ্যা
করতে পারবেন না।সুতরাং,দেশের কল্যাণে আপনারা সকলে আমাকে
সাহায্য করুন।এবং,প্রধান মন্ত্রী শেখ হাসিনা,ও সাবেক প্রধান মন্ত্রী
বেগম খালেদা জিয়ার সহিত সাক্ষাতের ব্যাবস্হা করে দিন।
https://www.facebook.com/kabirhossain.ruman/posts/789248597790942:0
মোহাম্মদ কবির হোসেন
ইমেইল,
বিষয়: বিবিধ
১২৩৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নিজেকে মুসলমান ভাবলে, এখনই এই পোস্ট মুছে দিয়ে তওবা করুন।
মন্তব্য করতে লগইন করুন