আমার লাশের জানাযায় কুকুর

লিখেছেন লিখেছেন মোঃ কবির হোসেন ২৩ আগস্ট, ২০১৩, ০৯:০০:১৭ সকাল

সেদিন আমি ঘুম ঘরে স্বপ্নে দেখলুম একটি ধব ধবে সাদা বক পাখি

প্রথম আকাশ ফাঁড়ি দিয়ে ঊর্দ্দাকাশ মুখী উড়ছে

আর সবকটি আকাশ সেই বক পাখিটিকে যাবার পথ খুঁলে দিচ্ছে

তখন আমার বুকের ভিতর প্রাণটি খুব বড় বড় কম্পণ করছিল

সেই স্বপ্নের মাধ্যেই আমি দেখলুম আমার প্রাণ বুক চিরে উড়ে গেল

আর আমার নিথর দেহখানা খাটের উপর পড়ে রইল

পরে আমি দেখলুম আমার মৃত লাশ ঘীরে আপনজনের কাঁন্নার ঢল

তারা তেমন কাঁন্না করছিল যেন,আসমান ভেঙ্গে পৃথিবীর উপর পড়বে

কিন্তু আল্লাহ চাই ছিল তাদের উপর আগুনের বৃষ্টি ঝরাতে,তাদের নিপাত করিতে

কারণ আল্লাহ জানত তারা আমার মৃত লাশ ঘীরে মেকী কাঁন্না করছে-

তারা জীবনে আমার প্রাণের জন্য শুধু নরকই জ্বালিয়েছে

তারা আমার চোঁখের সামনে পাপ করেছে

তাদের অমন গর্হীতকাজ দেখেও আমি না দেখার মত থেকেছি

আমি নিরবে সব সইয়েছি

তাদের থেকে তিল পরিমান বিশ্বসস্ত ভালবাসা পাবার জন্য

কিন্তু মিথ্যার দল বার-বারই আমার সাথে ছলনা করেছে

আর সদাই আমার প্রাণে আগুন জ্বেলে রেখেছে

আমি চোঁখের আড়ালে ওদেরকে খুব সুখী দেখিতাম

তখন ওরা একজন অপরজনকে বলিত

এখন দুর্ভাগার প্রাণ ঘশীর আগুন তুষের মত জ্বলছে

আমি ওদের কথা শোনে হি হি করে হাসিতাম

কারণ আমি দেখতে পাচ্ছিলাম খুব শীঘ্র আমার আগুন শান্ত হবে

আর ওদের প্রাণে অনন্তকাল আগুণ দাউদাউ করে জ্বলবে

ওরা সত্য জ্বলবে,ওরা সত্য জানত,বলত মিথ্যা

ওরা মিথ্যাবাদী,ডাহা মিথ্যাবাদী,ছলনা ময়ী

ওদের সব মিথ্যা,মায়া,প্রেম,ভালবাসা মিথ্যা

ওদের মধ্যে পুরুষ-পর নারী,ও নারী পর পুরুষ গমণ করে

ওরা আপন পতি পত্নী-পত্নী পতিকে খুন-হত্যা-জবাই করে

আপন সন্তানকে খুন-হত্যা-জবাই করে,ও সন্তান আপন

মা-বাবাকে খুন-হত্যা-জবাই করে

আসলে ওরা নিজকে নিজেই খুন-হত্যা-জবাই করে

নিজ প্রাণকে অনন্তকালের আগুনের জ্বালানী করে

আর অঙ্গ বলেই তারা তা জানে না

আর সমাজে ওরাই পরিচিত ধাম্ভীক মানুষ

আমার মৃত লাশ ধৌত করিতে আমি দেখিলাম

আমার লাশটি বাড়ীর মাঝখানে রাখা হয়েছে

হালকা গরম পানি দ্বারা লাশটি ধৌত করিতেছেন

আমি তখন বলতে চাই ছিলাম,শীত মৌসুমীতেও

কেউ আমার হাতে একটু ঠান্ডা পানি তুলে দাওনি

অথচ আজ আমার লাশের প্রতি তোমাদের গভীর ভালবাসা

আসলে তোমাদের জীবনের চেয়ে জড় বস্তুর প্রতি ও আল্লাহর চেয়ে

শয়তানের প্রতি বেশী ভালবাসা

আর লা-নত-ঘৃণা হচ্ছে তোমাদের কর্ম

তোমরা সমাজে কুকুর অপেক্ষা ঘৃণীত

আর কুকুর নিকৃষ্ট বস্তু ভক্ষণে যে আত্ব তৃপ্তি পাই-

অনুরুপ তোমরা ঘৃণীত কাজে আত্বতৃপ্তি পাও

আমার লাশটি ধৌত শেষে সাদা কাপড়ে মোড়ানো হলো

সবাই আমার লাশটির জানাযার জন্য সারী-সারী লাইনে দাড়াল

আমি দেখতে পাইলাম তিনটি কুকুর আমার লাশের জানাযায় লাইনে দাড়ানো

আমি সেই তিনটি কুকুর চিনি,এস,টি,এম।

বিষয়: বিবিধ

১৫৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File