ভূতের মুখে রাম-রাম

লিখেছেন লিখেছেন মোঃ কবির হোসেন ১৮ জুলাই, ২০১৩, ১০:৪২:০৩ রাত

কনকণে ঠাণ্ডা শীত।সূর্য দেখা যাচ্ছে না।

চারিদিক কোয়াশায় অন্ধকারাচ্ছন্ন।

আমি সেই অন্ধকার মাঝে পথ চলছি

দু,চোঁখে কোয়াশা থেকে পানি ঝরছে

আমি লুঙ্গির প্রান্ত ধরে চোঁখের পানি মুছ্ছি

অবিরত দু,চোঁখে সেই পানি ঝরেই যাচ্ছে

আমি লুঙ্গি প্রান্ত ধরেই আছি-পানি মুছেই যাচ্ছি

আর পথ চলছি

আমি যত পথ চলছি ততই যেন

কোয়াশা আমাকে বেষ্টণ করছে

সারা অঙ্গ আমার কোয়াশা ঢেকে ফেল্ল

আমি কোয়াশার মাঝে ঢুকে পড়লাম

আমি অনেক বছর যাবৎ এই কোয়াশার মাঝে বাস করছি

যখন সূর্যের মুখ দেখি,সুখে আত্বহারা হয়ে পড়ি

আসলে আমি কোয়াশার চোঁখে সূর্য ঝাপসা দেখি

প্রকৃতই সেটা সূর্য নয়,অন্ধকার স্তুপ

আমি এতকাল এই অন্ধকার স্তুপকে

সূর্য ভেবে ভালবেসে আসছি

আমি ভুল ভালবেসে আসছি

এমন ভুল ভালবাসা

প্রেমীকের প্রাণের জন্য খুব যন্ত্রণা দায়ক

সে সর্ব বিষয়ে ভুল সিদ্ধান্ত নেই

সে ভীতু-কাপুরুষ,ভুলকেই ভালবাসে

ভুলকেই আপন করে নেই

ভুলই তার পথ চলা

আর কতকাল আমি সেই ভুল পথে চলব

এখন আমি বড় ক্লান্ত,মাঝ পথে পড়ে আছি

এপার-ওপার এখন আমার কাছে সমান

এখন আমার জীবন মৃত্যুও না

জীবিতও না

ঠিক আমি জীবন-মৃত্যুর মাঝ খানে

এক দুর্বিষহ জীবন

খুব অসহ্যি এখন এই জীবন,এক মরুদ্যান

মাঝে আমি এক কণা বালি সূর্যের খরতাপে

পুড়ে ঝকঝক করছি,কেউ চিনছেনা আমায়

আমি অর্থহীন তোমাদের সমাজে

ভেব না,আমি তোমাদের সমাজে

অর্থ হয়ে বেঁচে থাকতে চাই

আমি অর্থহীন সমাজে অর্থহীন

হয়েই বেঁচে থাকতে চাই

যেমন আগুনের ভিতর থাকে ধোঁয়া

তোমরা আমাকে আগুনে পুড়ে ছাঁই করবে,কর

আমি ধোঁয়া হয়ে তোমাদের চোঁখে পানি ঝরাব

আমি যদি মরি তোমাদের ভালবেসে,তবে জেনো

আমি মরে কাঁদাব তোমাদের

তোমরা কোন মনে ঐ সিদ্ধান্তে পৌছালে যে

আমি চিরকাল তোমাদের দেয়া দুঃখ সইয়ে যাব

তোমরা এখন সাপ হয়ে এমন কীট গুলো মারছ

তবে ভুলে যেওনা এই কীটগুলো তোমাদেরকে

একদিন কুড়ে কুড়ে খাবে,তোমাদের সে দিন খুব নিকটবর্তী

এতে আমার আনন্দ হচ্ছে না,বরং দুঃখ হচ্ছে

তোমরা ধ্বংস হয়ে যাবে।

খুব শীঘ্র তোমরা ধ্বংস হয়ে যাবে

সেদিন তোমাদের অবশিষ্ট বলে কিছু থাকবে না

যেখানে তোমরা থাকবে,দেখবে শুধু আগুন,আর সাপ

ঐ আগুন আর সাপ আমাকে দেয়া দুঃখ-তোমাদের সুখ

কিন্তু খুব কমই তা বিশ্বাস কর

তাই তোমরা দম্ভবরে বিরাজ কর

আফসোসঃ-তোমরা মানুষ জাতির কলংক,হীণ মনা

আপন ঘরে আগুন দাও,পরের ঘরে পানি ঢাল

যেমন বৃক্ষের মূলে করাত টান,উপরে পানি ঢাল

আবার সেই মুখে জপ আল্লাহ,ঈশ্বর,ভগমান

ভূতের মুখে রাম-রাম।

বিষয়: সাহিত্য

১৫৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File