বর্ষাকাল

লিখেছেন লিখেছেন মোঃ কবির হোসেন ০৮ জুলাই, ২০১৩, ০৮:৫৭:৪০ রাত

বর্ষাকাল।চারিদিকে পানি থৈ-থৈ করছে

আর আমি যেন সেই পানির উপর ভেসে চলছি

আমি ভেসে চলছিতো-চলছি

কোথায় আমার এই ভেসে চলা শেষ?

সূর্য রক্তিম হয়েছে,কিছুক্ষণের মধ্যেই অস্ত যাবে

আমি সূর্য অস্ত যেতে দেখলাম

তবে আমি থামিনি-চলছি ভেসে অন্ধকারে

কোন দিকে যাচ্ছি আমি বুঝতে পারছি না?

অনুভব করছি অন্ধকার ও নিরবতায় যেন

পানি বড় বড় ঢেউ তুলছে

আমি ঢেউ এর মাঝে ডুবে যাচ্ছি

আবার ভেসে ওঠছি

একেবারে ডুবে গেলেই আমার ভাল হতো

কে না চায় নিজের ভাল?তবে আমি চাই না

যদি নিজের ভালই চাইতাম তবে, যে ঘৃণা করে

আমি তাকে ভালবাসিতাম না

আর তাকে ভালবাসার মধ্য দিয়ে

আমি অন্ধকারকেই ভালবাসছি

আমার এই অন্ধকার-বর্ষাকাল

আমার খুব প্রিয় বর্ষাকাল

আমি খুব ভালবাসি বর্ষাকাল।

বিষয়: বিবিধ

১৭২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File