স্বার্থ খুব ভয়ংকর

লিখেছেন লিখেছেন মোঃ কবির হোসেন ২৬ জুন, ২০১৩, ০৬:৫৭:২৪ সন্ধ্যা

শেখ হাসিনাসহ সরকারের বিরুদ্ধে মামলা হচ্ছে!আশ্চার্যানিত হলাম,আমি সংবাদটি আমাদের সময়কাল পত্রিকায় অনলাইনে পড়ি।অবিশ্বাস্যহলেও মামলাটি হচ্ছে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে।মামলার ব্যয়ভার বহন করবে জামায়াতে ইসলামী বাংলাদেশ।মামলার বাদি হচ্ছেন ওয়াশিংটন-প্রবাসী বেশ কয়েকজন বাংলাদেশি।

আমার এখানে বলার মত বিন্দু জ্ঞান নাই।কারণ আমি রাজনিতীবিদ নই।তবে যে,আমি বাংলাদেশী মানুষ-

বাংলা আমার প্রাণ,বাংলা আমার প্রেম-ভালবাসা।

তাই বাংলা মানুষ হিসাবে আমার আপনাদের কিছু বলার আছে।আপনারা-যারা বাদি হচ্ছেন ওয়াশিংটন-প্রবাসী বাংলাদেশি।নিশ্চয়আপনারা রাজনিতী করেন।আর রাজনিতীর সুফল কারণেই আপনারা মামলা করেছেন।তবে আমি খুব অবাক হচ্ছি,আপনারা কেমন রাজনিতীবিদ,বিজ্ঞজন।যে,দেশের মানুষের বিচার দেশের আদালতে হয়না,বিদেশী আদলতে হয়আসলে,আপনারা নিজ দেশের চেয়ে পরদেশকেই বেশী ভালবাসেন।

পাঠক বন্ধু,আপনারা আমাকে আবার কোন রাজনৈতীক দলের ভাববেন না।আমি কোন রাজনিতী করিনা,ও আমি কোন দলের সঙ্গেও জড়িত নই।

আমি সুস্হ মস্তিষ্কে বলছি,যারা নিজের দেশ ভালবাসে না,তাদের দ্বারা দেশ ক্ষতি গ্রস্হ হবেই।তাদের দ্বারা দেশের প্রাণ খুন-হত্যা-দুঃখ প্রাপ্ত হবেই।আর তারা

চাঁদে বাসকারী হলেও তারা আমার নিকট দেশের শত্রু।

এই শত্রু গুলো খুব ভয়ংকর,তারা খুব স্বার্থ পর হয়।

তারা নিজ স্বার্থের জন্য মানুষ কীটের মত পায়ে পিষে মারে।আর শেখ হাসিনার মামলার বাদী পক্ষ তাই প্রমান করে।তারা প্রমান স্বরুপ বলেছেন,

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতনেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর দেশে জামায়াত-শিবিরের আন্দোলন ও পুলিশি অ্যাকশন এবং হেফাজতে ইসলামের অবস্থানে মধ্যরাতের অভিযানে অগণিত মানুষ হত্যার অভিযোগের সততা হিসেবে দেশি-বিদেশি গণমাধ্যম, এনজিও, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিবেদন এবং বাংলাদেশে পুলিশের গুলিতে বিভিন্ন সময় নিহত জামায়াত-শিবিরসহ বিরোধী নেতা-কর্মীদের ছবি ও ভিডিও ফুটেজ প্রমান স্বরুপ আদালতে তারা উপস্থাপন করবেন।

বিষয়: বিবিধ

১১১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File