javascript:void(0);কলিজা

লিখেছেন লিখেছেন মোঃ কবির হোসেন ২৫ জুন, ২০১৩, ০৫:০৯:৪৩ বিকাল



সবার জীবনে একবার হলেও ভালবাসা আসে

একবার হলেও সবাই জীবনে মন-প্রাণ দিয়ে

তার ভালবাসা মৃত্যু অবদি পেতে চায়

তেমন আমিও চেয়ে ছিলাম তাকে

খুব ভালবাসতাম আমি তাকে

বিশ্বাস ছিল সেও খুব চায় আমাকে

সেই আামার বিশ্বাসে আমি তাকে নিয়ে স্বপ্ন দেখি

আমি তাকে নিয়ে গড়ি ভালবাসার ইমারত

আমি ইচ্ছা মতো এই ইমারত সাজাই

কোথাও কোন কিছু রাখার কম রাখি না

প্রধান প্রবেশ পথের দু,ধারে ফুলের গাছ লাগায়

আমি পৃথিবী ঘুরে-ঘুরে সব ফুল সংগ্রহ করে লাগায়

পথটির শেষে ঘরে ঢুকার প্রথম দরজাটি ফুল দিয়ে তৈরী করি

যেন সে ঘরে ঢুকতেই ফুল গুলো তার মাথার উপর

ঝরে পড়ে,পড়তও তাই

আর ঘরে ঢুকে সে যেন বুঝতে পারে আমি কবি

তার জন্য ঘরটির ভিতর আমি একটি লাইব্রেরী দিয়েছি

আমি লাইব্রেরী নামও করেছি তার নামে

লাইব্রেরীতে পৃথিবীর সব বিখ্যাত কবিদের বই রেখেছি

তার যে বইটি পড়তে ইচ্ছা করবে

সেই বইটি তার হাতে চলে আসবে

আমি সে পদ্বতিও আমি তার জন্য করেছি

শুইবার কক্ষটি আমি বেশী সুন্দর করে সাজিয়েছি

কক্ষটির আলো জোনাকীর মতো জ্বলছে-নিভছে

দেয়ালে লাগিয়েছি পৃথিবীর বিখ্যাত কিছু মানুষের ছবি

ছবি গুলো দেখে মনে হতেই হবে জীবন্ত মানুষ

যেন তারা আপনাকে ডাকছে পৃথিবী আরও সুন্দর করিতে

আপনি তাদের কথায় পৃথিবী সুন্দর করিতে রাজী হবেন

তখন আপনি খুব অবাকও হবেন

আপনি তাদের সঙ্গে কথা বলবেন

এবং তারাও আপনার সঙ্গে কথা বলবেন

আফসোস আপনি তাদের ধরতে যাবেন

তবে ধরতে পারবেন না

শুইবার ঘরে আমি আরো কিছু ছবি রেখেছি

ময়ুর-হাস-মূর্গী-কবুতর-হরিণ ও ঘোড়া

ছবি গুলো দেখে সে আমায় বলল

কুকুরের ছবি কেন রাখনি

শোনে আমার হৃদপিন্ডটি থর থর কেঁপে ওঠে ছিল

খুব আমার গলা শুকিয়ে আসছিল

ও খুব আমার তৃঞ্চা পাচ্ছিল

মনে পড়েছিল ছোট্র বেলার কথা

ছোট্র বেলায় আমি খুব কুকুরকে ভয় পেতাম

তাই মা সারাক্ষণ আমায় চোঁখে চোঁখে রাখতেন

আর বলতেন কখনো কুকুরের ধারে যাবি না

ভুলেও যাবি না

অবশ্য মায়ের এত ভয়ের কারণ ছিল

কুকুর আমার ঘারে এক সন্ধা থাবা মারে

আমি এখনো ঘার ব্যাথায় ঠিক মতো ঘুরাতে পারি না

জানি এই যন্তণা নিয়ে আমাকে কবরে যেতে হবে

আর সেই ছোট্র বেলার ভয় এখনো আমার মাঝে কাজ করছে

তাই আমি কুকুরের ছবিটি ঘরে রাখি নি

তিনি আমাকে বলিলেন

তোমি পৃথিবীর শ্রেষ্ঠ বোকা

কুকুর আমাদের গৃহ পালিত জন্তু

যদি আমরা ওদের না পুষি

তাহলে ওরা কোথায় দাড়াবে?

ওর কথায় ফের আমার শ্বাস দীর্ঘ হয়ে আসছিল

আমি মুখ খুলে লম্বা শ্বাস ছাড়ছিলাম-নিচ্ছিলাম

ও তখন আমার মুখের পানে চোঁখ স্হির রেখেছিল

আমি ওর চোঁখের মাঝে কুকুর দেখতে পেলাম

আমি তখন চিৎকার করলাম মা বাঁচাও বলে

মা হাতের বটি দা নিয়েই ছুটে আসেন আমার কাছে

মা আমার দেহে কোথাও ক্ষত চিহ্ন পেলেন না

আমি বললাম মা তোমি ভাল করে দেখ

মা এবার চিৎকার করে বললেন

ওরে তোরা কোথায় আছিস?আমার বাবারে বাঁচা

আমার বাবার কলিজা কুকুর থাবায় নিয়ে গেছে।

বিষয়: সাহিত্য

১২৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File