কি ভাগ্য আমাদের!
লিখেছেন লিখেছেন মোঃ কবির হোসেন ২০ জুন, ২০১৩, ০৮:২৩:০৩ রাত
"আমি তো কোনও দোষ করিনি, তাহলে আমি কেন লজ্জা পাব?
বরং যারা আমার সঙ্গে এত বড় অপরাধ করেছে তাদের তো লজ্জা
পাওয়া উচিত!"বল্লেন,সুজেট জর্ডন, কলকাতায় গণধর্ষণের শিকার।
শোন বোন,তোমি যাদের কথা বলেছ,তারাতো নির্লজ্জ
নির্লজ্জরা কিভাবে লজ্জা বোধ করবে?বরং
তারা নির্লজ্জ হতেই বেশী সাচছন্দ বোধ করে
বোন তোমি সঠিক সিদ্বান্ত নিয়াছ,প্রকাশ্যে আসার
আর কেনই বা তোমি প্রকাশ্যে আসবে না
তোমিতো আর ইচ্ছা করে পাপ করনি
যারা ইচ্ছা করে পাপ করেও প্রকাশ্যে জীবন কাটায়
ও অনেকে তাদের পাপ গোপন রেখে সংসার করছে
তোমিতো তাদের চেয়ে অনেক ভাল
তোমি নির্দোষ,অথচ লজ্জা বোধ করছ
তারা দোষি,তবু,নির্লজ্জ লেহণ করছে
আর ইহা আমাদের সমাজের চিত্র
বোন আমরা ইচ্ছা করিলে সমাজের এই কুৎসীত চিত্র
চিরতরে আমরা বদলাইতে পারি
কিন্তু আমরা নিজেরাই তা বদলাই না
তা আমরা নিজেরাই ভোগ করি বলে
এই ভোগ্য প্রাণী গুলো খুব ভয়ংকরও
তারা শুধু দর্ষণ নয়, খুন হত্যাও করে
আর মানুষতো খুব ভীতু
মৃত্যুর আগেই শতবার মরে
আর ওরা জীবনে একবারই মরে
জীবন ভোগ করে মরে
ভোগ্য ওদের জীবন
আবার ওরা কিন্তু আমাদের চেয়ে বুদ্ধিমানও
ওরা আমাদের চোঁখ ফাঁকি দিয়ে সম্পদ বিক্রি করে
আমরা সমাজে পঙ্গু হয়ে বেঁচে থাকি
সেই পঙ্গু অবস্হায় আমরা কবরে যাই
কি ভাগ্য আমাদের!দুর্বীষহ।
বিষয়: সাহিত্য
১১১১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন