১ম পোষ্ট, হে প্রভূ তোমি আমার বাবাকে দীর্ঘায়ু কর

লিখেছেন লিখেছেন মোঃ কবির হোসেন ১৭ জুন, ২০১৩, ০৩:১৯:১০ দুপুর

সবার বাবার মত আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা।তবুও আমি

যদি আমার বাবাকে নিয়ে যমীন থেকে আকাশ পর্যন্ত লিখি-

কিঞ্চিত তাঁর গুণের কণা মাত্র লেখাও হইবে না।

বাবার গুণা বলি কি লিখে শেষ করা যায়?না।

বাবার গুণা বলি অসীম।

যেদিন আমি আমার বাবার মুখ প্রথম দেখি,দেখি আমি

তাঁর হাস্যউজ্জল মুখটিতে যেন স্বর্গ হাসছে।তখন থেকে

আমি মানী,আমার স্বর্গ আমার বাবা।আর তখন থেকেই

আমি আমার বাবার মুখচ্ছবিতে আমি দেখে আসছি,

আমার ঈশ্বরের মুখ।বাবা আমার নিকট ঈশ্বর তুল্য।

আমার বাবার বুলি আমার নিকট খুব সুমিষ্টি,

তাঁকে কিছুর সাথে তুলনা করা যায় না।অতুলনীয়।

বাবা যখন আমাকে গ্যাদা বলে ডাকে,তৎক্ষণাত

আমার প্রাণটা তাঁর নিকট ছুঁটে যেতে চায়।আমি ছুটে যাই।

আহা!কি সুন্দর আমার বাবার মুখ,যদি আমি-

আমার বাবাকে আমৃত্যু দেখিতে পারিতাম।

হে প্রভূ,আমার আগে তোমি আমার বাবার মৃত্যু দিও না।

আমার বাবার আগে তোমি আমাকে মৃত্যু দিও,আমাকে কবরে শুয়াইও।

নিশ্চয়,তোমি সর্ব শক্তিমান।

হে প্রভূ,আমি তোমার নিকট কিছু চাই না,তোমার স্বর্গও আমি চাইনা।

শুধু আমি চাই তোমার নিকট আমার বাবার আয়ু।

তোমি আমার বাবাকে দীর্ঘায়ু কর।আমার-

এই প্রার্থনা তোমি কবুল কর।বিনিময়ে-না হয়

তোমি আমার বাকী সব প্রার্থনা মিথ্যা করো।

না হয় তোমি আমাকে নরক দিও।আমীন।

বিষয়: সাহিত্য

১০৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File