কিছু কিছু বাংলাদেশি জারজ সন্তান দের দেখলে তাবড়াতে ইচ্ছে হয় ।
লিখেছেন লিখেছেন ফয়সাল আবেদীন ১১ মে, ২০১৪, ০৮:২৮:১৬ রাত
আজকে বিকালে মোবাইলে ইজি-লোড করার জন্য দোকানে গেলাম । দোকানে পৌছার পথে আম্মা ফোন দিল ।জুই নারকেল তেল নিয়ে আসার জন্য ।দোকানে পৌঁছে দোকানিকে বল্লাম ,ভাই একটা ৫০০ml নারকেল তেল দেন্তও । দোকানি আমাকে প্রথমে ডাবোর এর আমলা তেল দিল । আমি বল্লাম আমি এটা নিবনা । আমাকে জুই থাকলে দেন । না থাকলে আমি অন্য দোকানে যাব । আমার কাছে জুই আছে , কিন্তু জুই এর চেয়ে এটা অনেক ভাল হবে । আমি বল্লাম , যেখানে বাংলাদেশি পণ্য আছে ,সেখানে আমি বিদেশি পণ্য ব্যবহার করবোনা ।তাছাড়া জুই দামেও সস্তা এবং আমার আম্মাও জুই নারকেল তেল পছন্দ করে ।হটাত দোকানি আমাকে প্রশ্ন করে বসল , ইন্ডিয়া থেকে পণ্য রপ্তানি না করলে আমরা তো বাঁচতেও পারবনা ? আমি বল্লাম , আপাকে এই কথা বলেছে কে ? ইন্ডিয়াতো আমাদের কে মাগনা পণ্য দিচ্ছেনা । ওরা পণ্য রপ্তানি করতেছে বিনিময়ে আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে , আপনি কি জানেন ইন্ডিয়ার ৩য় বৃহত্তম রপ্তানি আয় হয়ে থাকে বাংলাদেশ থেকে , আপনার কথা শুনে মনে হচ্ছে , ইন্ডিয়া আপনাকে মাগনা খাওয়ায় । আমার পাসে দাড়িয়ে থাকা এলাকার, একজন ছোট ভাই বলে উঠল আপনি যেই কাপড়টা পড়েছেন সেটাওতো ইন্ডিয়ান মনে হয় ? আমি বল্লাম , তুমরা ভারতীয় পণ্য ব্যবহার করতে করতে আড়ং এর পণ্যকেও ভারতীয় বানিয়ে দিলে না । তোমার চোখে ছানি পড়েছে মনেহয় । তুমিকি জান সারা বিশ্বে বাংলাদেশি পোশাক শিল্প এক নাম্বার । সাথে সাথে দোকানি বল্ল ,আপনি একজন বাংলাদেশি পণ্যের প্রেমিক হলে তো কিছু হবে না । সবাই তো ইন্ডিয়ান চাই । আমি বল্লাম , আপনাদে কারণে ইন্ডিয়ান তথা বিদেশি পণ্য বেশি বিক্রি হয় । আপনাদের মত কিছু লোকেরা বাংলাদেশি পণ্যর বিজ্ঞাপন করার আগে ইন্ডিয়ান পণ্যর বিজ্ঞাপন করেন তাছাড়া হারমাইশ বাংলাদেশি কিশোর থেকে যুবকরা ইন্ডিয়ান চ্যানেলে বিজ্ঞাপন দেখে দেখে, মনে করে ইন্ডিয়ান পণ্য অনেক ভাল । এর পর দোকানি আমাকে জুই নারকেল তেল দিতে চাইলে । আমি বলি , ভাই আপনার কাছ থেকে আমি পণ্য নিবনা । আমি অন্য দোকানে দেখব ।
বি:দ্র: কথোপকথনের সময় অনেক কষ্টে রাগ কন্ট্রোল করেছিলাম ।ভাইরা একই রকম বাংলাদেশি পণ্য থাকতে কখনো বিদেশি পণ্য ব্যবহার করবেন না ,সাথে সাথে দোকানি দের কথায় বিভ্রান্ত হবেন না ।
বিষয়: বিবিধ
১৫৬৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখিরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
মন্তব্য করতে লগইন করুন