ভাষার প্রতি এটা কেমন বিচার ।

লিখেছেন লিখেছেন ফয়সাল আবেদীন ২১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:৪৭:৫১ সন্ধ্যা



সকালে ঘুম থেকে উঠে ভাষা আন্দোলনের ইতিহাস পড়ছিলাম । এমন সময় আমার বন্ধু ইমরানের ফোন পেয়ে ,আমাদের স্কুলের শহিদ মিনারে ফুল দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলাম । দূর থেকে আমার ভাই এর রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুআরি গানটি ভেসে আসছে । মনেহয় প্রভাতফেরির মিছিল বের হয়ে গেছে ।হাটার গতি একটু বাড়িয়ে দিলাম । যদি প্রভাতফেরির মিছিল না পাই। না ! গিয়ে দেখি মিছিল এখনো বের হয়নি ।সবাই সারি বদ্ধ হয়ে দাড়িয়ে আছে মিছিল বের করার উদ্দেশ্যে । আমি গিয়ে, আমাদের প্রাক্তন ছাত্র পরিষদের লাইনে দাড়িয়ে গেলাম। হয়তো আরো কিছুক্ষণ লাগবে মিছিল বের হতে । এই ফাঁকে ,কখন যে ভাবনার জগতে চলে গেলাম মনে নেই ।মনে মনে ভাবতেছি ,সালাম ,রফিক,জব্বার ,শফিউর আরো অনেক নাম না জানা শহিদের রক্তের বিনিময়ে, আজ আমি বাংলা ভাষায় বলতে এবং লিখতে পারতেছি ।কিন্তু আমরা কি দিতে পেরেছি এই বাংলা ভাষার যথার্থ সম্মান ? কিছুদিন আগে আমার বন্ধুদের সাথে আড্ডা-দিচ্ছিলাম । লক্ষ্য-করলাম আমার এক বন্ধু খিচুড়ি ভাষায় কথা বলতেছে । বাংলার সাথে ইংরেজি এবং হিন্দির মিশ্রণ দিয়ে । সাথে সাথে প্রশ্ন করলাম তুই এই ভাবে কথা বলিতেছিস কেন ? আমার বন্ধুটি উত্তর দেওয়ার আগে , আমার আরেক জন বন্ধু উত্তর দিল । তুই দুস্ত এখনো গেয় রয়ে গেলি ।সে তার ভাষা-গত দক্ষতা দেখাচ্ছে এটাও বুজলি-না । আমি সাতে সাথে প্রশ্ন করলাম বাংলা ভাষাকে বিকৃত করলেই কি ভাষা-গত দক্ষতার প্রমাণ মিলে ?এর জবাবে সবাই নির্বাক । এর পর এই প্রসঙ্গে আমি আর কথা বাড়ালাম না । সাথে সাথে লক্ষ্য করলাম আমার বন্ধুটির খিচুড়ি ভাষার প্রবণতা লোপ পাচ্ছে । আপনি হয়তো লক্ষ্য করেছেন ,এটা শুধু আমার বন্ধুদের ক্ষেত্রে নয় , এটা সমগ্র তরুণ সমাজের চিত্র । যারা নিজেদেরকে ভাষা-গত ফ্যাশন সচেতন এবং অন্যদের চেয়ে আলাদা ভাবে ।তাছাড়া আজকাল RJ দের ভাষা শুনলে মনে হয় এরা বাংলায় নয়, একাটা নতুন ভাষায় কথা বলছে ।আমার মনে হয় বাংলা ভাষার নামে , এই খিচুড়ি ভাষার প্রসার লাভ করার পিছনে RJ দের ভূমিকা অন্যতম । আমাদের এই বাংলা ভাষাকে দূষণ মুক্ত রাকতে কিছুই কি করণীয় নেই । হ্যাঁ আছে , এই ক্ষেত্রে প্রথমে নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি আমার কথার মধ্যে ,নিজের ভাষার শব্দ থাকার সত্ত্বেও অন্য ভাষার শব্দ ব্যবহার করছি কি ? যদি করে থাকি তাহলে আমাকে এর প্রবণতা কমাতে হবে । তাছাড়া RJ দের ভাষা-গত ব্যাপারে সংস্লিষ্ট কর্তৃপক্ষর ব্যবস্থা নিতে হবে । যদিও RJ দের ব্যাপারে সংস্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করবে না । তথাপি , রেড়িওর এই ভাষা দূষণ বন্ধের ক্ষেত্র বিজ্ঞ ব্লগারদের মতামত আবশ্যক ? আজকাল এমন অনেক পরিবার আছে য়ারা হিন্দি সিরিয়াল দেখে দেখে নিজেদের মধ্যে হিন্দিতে কথা বলা শুরু করে দিচ্ছে । এক্ষেত্র হিন্দি সিরিয়াল এবং আমাদের পরিবার এর কর্তারা কি দায়ী নয় ? সামগ্রিক ভাবে চিন্তা করলে , আমারা বাংলা ভাষী নয় , আমরা আসলে হাফ বাংলা ভাষী হয়ে গেছি । পরিশেষে একটা কথা বলি ।

বাংলা আমার মাতৃভাষা ,

ভাষা শহিদের রক্তের বিনিময়ে পাওয়া ,

রাখব সদা দূষণ মুক্ত এই ভাষা ,

পরিহারে খিচুড়ি ভাষা ।

বিষয়: বিবিধ

১৫৪৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

180338
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪২
জেদ্দাবাসী লিখেছেন : RJ কি?
অনেক ধন্যবাদ
২২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৪৬
133379
ফয়সাল আবেদীন লিখেছেন : Rj may stand for: Radio jockey, a person who hosts a radio talk show.আপনাকেও অনেক ধন্যবাদ । কষ্ট করে আমার ব্লগ পড়ার জন্য ।
২২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২১
133583
জেদ্দাবাসী লিখেছেন : ফয়সাল আবেদীন ভাই, মাফ করবেন আমি ইংরেজি বুঝিনা । তাছাড়া বাংলা ভাষা নিয়ে পোস্টে ইংরেজি কেমন যেন বেমানান লাগছে । বিনীত

যাজ্জাকাল্লাহ খায়ের


২৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:২৪
135322
ফয়সাল আবেদীন লিখেছেন : ধন্যবাদ,খোলাসা করে প্রশ্নটা করার জন্য এবং পরামর্শমূলক মন্তব্য করার জন্য । RJ বলতে বুজায় এমন একজন ব্যক্তিকে, যিনি রেডিওর একটি অথবা একাধিক অনুষ্ঠান নিয়ন্ত্রণ করে এবং উক্ত অনুষ্ঠানের উপস্থাপকের দায়িত্বে থাকেন । আশাকরি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাকে বুজাতে পারলাম।
180370
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:২৩
অজানা পথিক লিখেছেন : RJ কি?
২২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৪৯
133380
ফয়সাল আবেদীন লিখেছেন : Rj may stand for: Radio jockey, a person who hosts a radio talk show.ধন্যবাদ অজানা পথিক ভাই , আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার ব্লগটি পড়ার জন্য ।
180490
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:২৪
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালো লাগলো
২২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫০
133382
ফয়সাল আবেদীন লিখেছেন : ধন্যবাদ ভাইয়া । আপনার ভাল লেগেছে জেনে আমার খুশি লাগছে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File