আমার চিন্তা
লিখেছেন লিখেছেন সত্যকথার গ্রামের মানুষ ২১ জুন, ২০১৩, ১২:৫৮:০৪ দুপুর
আজ সকালে একটা কাজে বের হলাম।হঠাৎ বাসার গেটের সামনে রাস্তায় দেখি কতগুলো মহিলা মানুষ।সামনে কিছু খাবার ছিটানো মনে হলো কোথাও পেয়েছে।জনা দশেক সবাই একটা বাসার সামনে খাবারের জন্য অপেক্ষা করছে।ওদের বাড়ী নেই,সংসার নেই,কান স্বপ্ন নেই ।আছে শুধু ক্ষুধা। আমরা এতটুকু জানি।ওরা থাকে কোথায় বলতে পারেন?রেল ষ্টেশনে।হায়রে বাংলাদেশ হায়রে পুজিবাদ,হায়রে সমাজতন্ত্র,হায়রে ধর্ম নিরপেক্ষতাবাদ কোথায় তোরা ।
বিষয়: বিবিধ
১২০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন