চার সিটিতেই আমরা জয়ী। অভিনন্দন আমদের শহীদ জিয়ার যোদ্ধাদের।

লিখেছেন লিখেছেন রুহুল আমিন ১৬ জুন, ২০১৩, ০৯:৪৩:৫৮ সকাল

চার সিটিতেই আমরা জয়ী। অভিনন্দন আমদের শহীদ জিয়ার যোদ্ধাদের।

'এই সরকারের অধিনেও সুষ্ঠু নির্বাচন সম্ভব' এমন কথা কিন্তু এখন প্রতিদিনই আসবে। তাই সাবধান থাকুন। সুষ্ঠু নির্বাচন হতে দেয়া আ'লীগ এর একটি কূটনৈতিক চাল। তারা "বৃহৎ সার্থে খুদ্র সার্থ বিসর্জন দেয়া" নীতি গ্রহন করেছে। সুষ্ঠূ নির্বাচন এর দোহাই দিয়ে তারা তত্তাবধায়ক সরকার ইস্যু বাদ দিতে চাইছে। আজ নাসিম বলেছেন - 'বর্তমান সরকারের আমলেও সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব তারই দৃষ্টান্ত সিটি কর্পোরেশন নির্বাচন'।

সিটি কর্পোরেশন নির্বাচন----জাতীয় নির্বাচন এক নয় এটা পাগলো জানে।

ভাই লোক, দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন হলে কিন্তু তা অবাধ ও সুষ্ঠু হবে না। তাই তত্তাবধায়ক এর দাবী থেকে যেন আমরা পিছপা না হই।

বিষয়: রাজনীতি

১১২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File