ইস্তানবুলে শায়িত রাসুলুল্লাহ সাঃ এর সাহাবী

লিখেছেন লিখেছেন মুহামমাদ সামি ২১ জানুয়ারি, ২০১৭, ০৫:৪৩:১৪ বিকাল

উনার সান্নিধ্যে গেলে আমার মনটা শত কষ্টে থাকলেও ভাল হয়ে যায়। সব-দুঃখ কষ্ট ছাপিয়ে প্রশান্তিতে ভরে যায় মন। একান্ত আপন জনের সান্নিধ্যে আসলে মানুষের যে অবস্থা হয় ঠিক এর চেয়েও ঢের বেশী যেন এ প্রশান্তি। কলমের কালি দিয়ে বুঝানো যাবেনা এ অনুভুতির কথা। এ এক অনন্য অনুভূতি।। তাইতো বারবার ছুটে যাই এক স্বর্গীয় টানে...

বলছিলাম আবু আইয়ুব আনসারি রাঃ এর কথা। তিনি হলেন সেই সৌভাগ্যবান সাহাবী যার বাড়িতে বিশ্বনবী হযরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ মদিনা হিজরতের সময় সর্বপ্রথম গিয়ে উঠেন। রাসুলুল্লাহ সাঃ এর পদ-ধুলায় ধন্য হল আবু আইয়ুব আনসারী রাঃ এর বাড়ি, ধন্য হল ইয়াসরিব। রাসুল সাঃ উন্নত চরিত্রের স্পর্শে এসে খাঁটি সোনায় পরিণত হওয়া সৌভাগ্যবান আনসারি সাহাবীদের মধ্যে অন্যতম হযরত আবু আইয়ুব আনসারি রাঃ। রাসুলুল্লাহ সাঃ এর মুখে

ইস্তানবুল বিজয় সম্পর্কিত হাদিস শুনে এবং ইস্তানবুল বিজেতার সম্মানও উচ্চ মর্যাদার কথা শুনে শেষ বয়সে ইস্তানবুল বিজয়ের জন্য বের হয়ে পড়েছিলেন। বয়সের ভারে নুহ্য হযরত আবু আইয়ুব

আনসারী রাঃ মৃত্যু বরণ করেন ইস্তানবুলের কাছাকাছি আসার পর। অনেক বর্ণনায় বলা হয়েছে তিনি শহীদ হয়েছেন। রাসুলুল্লাহ সাঃ এর হাদিসটি ছিল এরকম ''কনস্টান্টিনোপল তথা ইস্তানবুল অবশ্যই অবশ্যই বিজিত হবে। সে বিজয়ের সেনাপতি কতই না উত্তম সেনাপতি আর সে অভিযানে অংশ গ্রহণকারী সেনাবাহিনী কতই না উত্তম সেনাবাহিনী।'' -সুনানে আহমদ।

ইস্তানবুল বিজয়ের পরে উনার মাজার সরিয়ে মূল ইস্তানবুলে নিয়ে আসা হয়। ইস্তানবুল বিজেতা সুলতান মেহমদের পীর সাহেব এবং শিক্ষক হযরত আক শামশেত্তিন রহঃ আবু আইয়ুব আনসারি রাঃ এর কবর আবিষ্কার করেন। তিনি যেখানে এখন চির নিদ্রায় শুয়ে আছেন সে জায়গার নাম উনার নামে 'আইয়ুব সুলতান' রাখা হয়। মাজারের সামনে তৈরী করা হয় আইয়ুব সুলতান মসজিদ।

হযরত আবু আইয়ুব আনসারি রাঃ এর প্রভাবে পুরো আইয়ুব অঞ্চল জুড়ে শান্তি এবং আধ্যাত্মিকতার ছোঁয়া স্পষ্ট।

হযরত আইয়ুব আল আনসারি রাঃ এর মাজার জিয়ারত ছাড়া ইস্তানবুল ভ্রমণ অর্থহীন।।

ছবিঃ

১)হযরত আবু আইয়ুব আনসারি রাঃ মাজার

২) রাসুলুল্লাহ সাঃ এর পদচিহ্ন যা হযরত আবু আইয়ুব আনসারী রাঃ এর মাজারে সংরক্ষিত আছে

৩) রাসুলুল্লাহ সাঃ এর কেশ মোবারক যা হযরত আবু আইয়ুব আনসারী রাঃ এর মাজারে সংরক্ষিত আছে

বিষয়: বিবিধ

২৯৯৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381373
২১ জানুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৬:৫৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ। আবু আইযুব আনসারি(রাঃ) ছিলেন মদিনাতে রাসুল(সাঃ) এর প্রথম মেজবান। যতটুক জানি তাকে প্রথম আক্রমন এর সময় ইস্তাম্বুল এর সীমানা প্রাচির এর পাশে দাফন করা হয়েছিল।
381470
২৫ জানুয়ারি ২০১৭ বিকাল ০৫:২৮
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমিন ইয়া রব্বুল আলামিন ছবিতে হলেও এমন একজন জলিলুল কদর সাহাবির কবর দেখলাম
অনেক ধন্যবাদ আপনাকে
381508
২৬ জানুয়ারি ২০১৭ রাত ০৯:২২
কুয়েত থেকে লিখেছেন : ধন্যবাদ আপনাকে লেখাটির জন্য

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File