সুলতান সুলাইমানের জীবনী- এক
লিখেছেন লিখেছেন মুহামমাদ সামি ২১ জানুয়ারি, ২০১৭, ০২:২২:১৮ রাত
সুলতান প্রথম সুলাইমান বা কানুনি সুলতান সুলাইমান অথবা গ্রেট সুলতান সুলাইমান ছিলেন দশম ওসমানী খলিফা বা সুলতান। সাথে সাথে উনাকে ৮৯ তম মুসলিম খলিফাও বলা হয়ে থাকে। সফল সৈনিক, সফল রাজনিতিক এবং একই সময়ে সফল কবি ছিলেন সুলতান সুলাইমান। তাঁর লিখিত ২২৭৯ টি কবিতা এবং গজল পাওয়া যায়। ওসমানী খলিফাদের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাজত্ব করেন সুলতান সুলাইমান দি
ম্যাগ্নিফিসিয়ান্ট।
জন্মঃ সুলতান প্রথম সুলাইমান বর্তমান তুরস্কের ট্রাবজন শহরে ২৭ এফ্রিল ১৪৯৫ সালে জন্ম গ্রহণ করেন। উনার বাবা ছিলেন সুলতান প্রথম সেলিম এবং মাতা ছিলেন সুলতানা আয়েশা হাফসা। মাত্র সাত বছর বয়সে বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য, দ্বীনি এবং সামরিক ট্রেনিং এর জন্য ইস্তানবুলের তোপকাপি প্যালেসস্থ 'এন্দেরুনে' পাঠিয়ে দেয়া হয়। (এন্দেরুন হল ওসমানী সুলতানের প্যালেসস্থ মক্তব যেখানে বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য, দ্বীনি এবং যুদ্ধ বিদ্যার ট্রেনিং দেয়া হত। এন্দেরুন নামক মক্তব ১৩৬৩ সালে সুলতান প্রথম মুরাদ প্রথম প্রতিষ্ঠা করেন। যা ওসমানী খেলাফাতের প্রায় শেষ সময় পর্যন্ত (১৯০৮ সাল) চালু ছিল)।
কর্মজীবনঃ ১৫০৯ সালে ক্রিমিয়ার গভর্নরের দপ্তরে তাঁর কর্মজীবন শুরু করেন। এর পরে ১৫১২ সালে তাঁর বাবা প্রথম সেলিম সিংহাসনে আরোহণ করলে বর্তমান তুরস্কের মানিসার গভর্নর নিযুক্ত হন ১৭ বছরের তরুণ সুলাইমান। ১৫২০ সালে তাঁর বাবা সুলতান প্রথম সেলিম মারা গেলে তিনি ইস্তানবুল চলে আসেন এবং ৩০ সেপ্টেম্বর ১৫২০ সালে মাত্র ২৫ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন।
তিনি ক্ষমতাগ্রহণের পরপরই বাবা প্রথম সেলিমের নামে সুলতান সেলিম মসজিদ নির্মাণ করেন।
চলবে---
বিষয়: বিবিধ
১৮০৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন