''সার্জিক্যাল স্ট্রাইক' : ১৪ ভারতীয় সৈন্য নিহত!''-- হামিদ মীর
লিখেছেন লিখেছেন মুহামমাদ সামি ৩০ সেপ্টেম্বর, ২০১৬, ০৫:৩৯:৪৫ সকাল
তবে কাশ্মীর সমস্যার সমাধানের কোন সম্ভাবনা আছে বলে মনে হয়না। মাঝখান দিয়ে আরও কিছু রক্ত ঝরবে...প্রাণ যাবে...আমরা দূর থেকে কেঁদে কেটে মরব...ভারতের গোষ্ঠী উদ্দার করব...তারপর একসময় বেমালুম ভুলে যাবো এইতো...
অথচ পাকিস্তান এবং ভারত কোন দেশের সেনাবাহিনীই চায় না কাশ্মীর সমস্যার একটা সুষ্ঠু সমাধান হোক।। কারণ, সমাধান হয়ে গেলে সেনাবাহিনীর যে খাওয়া কমে যাবে...দু'দেশের সেনাবাহিনীর জন্য কাশ্মীর খুব গুরুত্বপূর্ণ ইস্যু...।। খোলাসা করার দরকার মনে করছিনা আর...
পাকিস্তান-ভারতের জনগণের পেটে খাবার নাই...অথচ, এ দুই দেশ তাদের অস্ত্রের গুদাম ভরাট করতে ব্যস্থ। পাকিস্তানের জাতীয় বাজেটের প্রায় ৫০% প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয় অথচ শিক্ষাখাতসহ অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের অবস্থা সূচনীয়...। ইস্তানবুলের অলিতে গলিতে দেখা যায় হাজার হাজার পাকিস্তানী ডাস্টবিনে পরিত্যক্ত জিনিসপত্রের খুঁজে ঘুরে বেড়ায় বিশাল এক চলমান ঝুড়ি নিয়ে।। পরনে পুরনো ময়লা জামা।। চেহারা শুকনো...গায়ের রঙ রোদে পুড়ে তামাটে আকার ধারণ করেছে।। দেখে খুব মায়া হয়... এ অসহায় মানুষগুলোর কি অপরাধ??
এক প্রতিবেদনে পড়েছিলাম ভারতেও নাকি প্রতিদিন ৭০ কোটি মানুষ প্রতিদিন না খেয়ে ঘুমুতে যায়। আর অন্যদিকে ভারত সরকার ফ্রান্স থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনার চুক্তি করে...
এত বড় বড় দেশ অথচ কি পেল জনগণ?
তুরস্কের সাথে পাকিস্তানের সম্পর্ক ভ্রাতৃপ্রতিম, তুর্কি প্রেসিডেন্টতো কথায় কথায় বলেন, পাকিস্তান তাঁর ''দ্বিতীয় স্বদেশ।'' তবে সেই তুরস্কেও পাকিস্তানীদের সন্দেহের চোখে দেখে।। সেদিন বিমানবন্দরে যাচ্ছিলাম।। এখন সব জায়গায় পুলিশের চেক পোস্ট। ইস্তানবুল আতাতুরক বিমানবন্দরে হামলা এবং ব্যর্থ সেনা ক্যু'র পরে একটু সতর্ক হয়ে গেছে সবাই। তুর্কীদের সতর্কতা দেখে খুব ভাল লাগল। কারণ, তাদের লা-পরোয়া মনোভাবের কারণে অনেক প্রাণ গেল এ পর্যন্ত।। বিমানবন্দরে প্রবেশের পথে পুলিশ আমাদের দেখেই প্রশ্ন করলেন, ''আপনারা কি পাকিস্তানী?'' সেটা বলে ইশারায় আমাদেরকে এক পাশে যেতে বলল। জবাব দিলাম, আমরা পাকিস্তানী না, আমরা বাংলাদেশী। তখন ওরা সাথে সাথে বলল, ''তাইলে যেতে পারেন।''
এ হল তুরস্কের মত ভ্রাতৃপ্রতিম দেশে সাধারণ পাকিস্তানী নাগরিকের অবস্থা...। জনগণের জীবন যাত্রার মানের পরিবর্তন না ঘটিয়ে শুধু যুদ্ধ আর অস্ত্রের গুদাম তৈরী করলে আগামী আরও বহুবছর পাকিস্তানীদেরকে এরকম নাজেহাল হতে হবে...
ভারতের অবস্থা আর কি বলব...আর আমরা বাঙ্গালিরাও পিছিয়ে নেই...
''মানুষকে কবে যে 'মানুষের স্থানে' রেখে মূল্যায়ন করা হবে এসব দেশে...!''
জনগণ বেশী কিছু চায় না, তাঁদের চাই শান্তি...দেখা কি মিলবে 'শান্তি' নামক সোনার হরিণটির...!!
পথ চেয়ে রই..আশাহত নই...
বিষয়: বিবিধ
১৮৩৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এশিয়ার বড় ভাই রাশিয়া, জাপান ও চায়নার এ ব্যাপারে অগ্রনী ভূমিকা রাখা উচিত , রাখা উচিত আমেরিকা ও তাদের মিত্রদেরও । কারণ কোন না কোন সময়ে তাদের তৈরি করা গর্তে তাদের পড়তে হবে।
আসলে এই সংঘাত এর পিছনে রয়েছে এমনই কিছু কারন।
মন্তব্য করতে লগইন করুন