ইয়া রাসুলুল্লাহ! তুমি আমাদের মাঝে এক মুহূর্তের জন্য ফিরে আসো!!
লিখেছেন লিখেছেন মুহামমাদ সামি ২৬ জুন, ২০১৬, ১১:২৬:০১ রাত
(... স্কুলের শিক্ষক ক্লাসে রাসুল সাঃ এর ছবি আঁকতে বললেন শিক্ষার্থীদের। তিনি বললেন, যে ছবিটা সব থেকে ভালো হবে সেটা 'চার্লি হেবডু'র পরবর্তী সংখ্যার প্রচ্ছদে প্রকাশের জন্য মনোনীত হবে।)
হে নবী(সাঃ)! আজকে টিচার ক্লাসে তোমার ছবি আঁকতে বললেন। আমি আঁকতে চাইলাম কিন্তু আমারতো তোমাকে দেখার সৌভাগ্য হয়নি। তাই চোখ বন্ধ করে দেখলাম আমার মায়ের অশ্রুসিক্ত চোখ। যিনি তোমার জীবনী পড়ে কান্নায় ভেঙে পড়তেন। চোখের সামনে জীবন্ত হয়ে উঠল সিজদারত আমার বাবার ছবি। যিনি সারারাত নামাজে কাটাতেন। আরও ভেসে উঠল আমার বোনের ছবি, যিনি রাস্তাঘাটে হিজাবের কারণে অপমানিত হলেও হাসিমুখে সব মেনে নিতেন। হিজাবের কারণে তাঁর কাছে কোনদিন হীনমন্যতা দেখিনি। আমরা মনে পড়ল আমার বেষ্ট ফ্রেন্ডের কথা যে আমার কাছে ক্ষমা চাইতো যদিও আমি দোষী ছিলাম। এর সবটুকুই সম্ভব হয়েছে তোমার শিক্ষার কারণে ইয়া রাসুলুল্লাহ!
আমি আমার মায়ের কান্না, বাবার সিজদা, বোনের হাসি এসব কিছু আঁকতে চাইলাম। কারণ, এখানকার মানুষ না দেখে কিছুই বিশ্বাস করতে চায়না।
...আবার আমার চোখ বন্ধ করলাম, দেখতে পেলাম তুমি আমার সামনে এসেছ, তোমার চেহারাময় একটা ''দ্যুতিময় পারফেক্ট হাসি''। আমি সেই দ্যুতিময় হাসিটা আঁকতে চাইলাম। কিন্তু কেমনে আমি এমন ''পারফেক্ট'' একটা হাসি আঁকতে পারি বল?
আমি যখন আমার প্রফেসরকে এগুলো বুঝাতে চাইলাম তখন তিনি আমাকে কথা বলা সুযোগ দেননি। আমি সেজন্য তাকে দোষারোপ করছিনা, হয়ত তিনি 'দেখেননি এরকম কাউকে কোনদিন ভালবাসতে শিখেননি।' কিন্তু আমি তোমাকে না দেখে ভালবাসি ইয়া রাসুলুল্লাহ!!
আমি ড্রয়িংএ ভালো না, তবে আমি লিখতে পারি। আমি তোমাকে নিয়ে লিখতে চাই 'ইয়া রাসুলুল্লাহ'!
হে রাসুল সাঃ! তুমি যদি আবার আমাদের কাছে আস কয়েক ঘণ্টার জন্য, কয়েক মুহূর্তের জন্য অথবা কয়েক সেকেন্ডের জন্য তাহলে হয়ত আমার প্রফেসর মত মানুষগুলো তোমাকে বুঝতে পারতো...<3
@ফ্রান্সের একটি শর্ট ফিল্ম অবলম্বনে রচিত...
@facebook.com/öz.bangla
বিষয়: বিবিধ
১০৭৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন