''হে আদম সন্তান! আমি তোমাকে ভালবাসি'' -আল্লাহ জাল্লাজালালুহু

লিখেছেন লিখেছেন মুহামমাদ সামি ১৮ জুন, ২০১৬, ১০:২২:৩১ রাত

হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ''হে আদম সন্তান! যতদিন পর্যন্ত আমার সার্বভৌমত্ব বিরাজমান থাকবে ততদিন অন্য কোন সার্বভৌম শক্তিকে ভয় করনা। এবং (মনে রেখ) আমার সার্বভৌমত্ব কখনো শেষ হবেনা। হে আদম সন্তান! রিযিক নিয়ে কখনো ভয় করনা যতদিন পর্যন্ত আমার ভাণ্ডার পূর্ণ থাকবে, আর(জেনে রাখ) আমার ভাণ্ডার কখনো শেষ হবেনা। হে আদম সন্তান! আমি তোমাকে (আমার) ইবাদাতের জন্যই সৃষ্টি করেছি সুতরাং খেলা (অবহেলা) করনা। আমি ইতোমধ্যেই তোমার রিজিকের অংশটি নির্ধারিত করে রেখেছি সুতরাং নিজেকে (নিজের অন্তরকে/হৃদয়কে) ক্লান্ত করনা।''

(তিনি এখানে অঙ্গ-প্রত্যঙ্গের ক্লান্তির দ্বারা রিজিকের চিন্তায় উদ্বিগ্ন থেকে মনকে ক্লান্ত না করার কথা বলেছেন) তিনি বলেছেন, তোমার অঙ্গ-প্রত্যঙ্গ তখনই কাজ করবে যখন তোমার অন্তরে আল্লাহ্‌র উপর পূর্ণ ভরসা থাকবে। আমি তোমাকে সৃষ্টি করেছি সুতরাং আমার ইবাদতে অবহেলা করনা। এবং আমি তোমার রিজিকের গ্যারান্টি দিয়েছি সুতরাং নিজেকে ক্লান্ত কর না (রিজিকের জন্য চিন্তা করে তোমার হৃদয়কে ক্লান্ত করনা)। আমার ইজ্জত ও জালালের (মহাশক্তির) শপথ! আমি তোমার জন্য যা নির্ধারণ করেছি তাতে যদি তুমি সন্তুষ্ট থাক তাহলে তা তোমার মনে ও দেহে শান্তি বয়ে আনবে। এবং তুমি হবে আমার সন্তুষভাজনদের অন্তর্গত। আর আমি তোমার জন্য যা নির্ধারণ করেছি তাতে যদি তুমি সন্তুষ্ট না থাক তাহলে (মনে রেখ)) আমার ইজ্জত ও জালালের শপথ! আমি পৃথিবীকে তোমার জন্য বন্ধনহীন (ক্ষতিগ্রস্থ) করে দিব তখন তুমি এমনভাবে দিকবিদিক ছুটবে যেভাবে বন্য প্রাণী ছুটাছুটি করে।।

তারপরও (বন্যপ্রাণীর মত ছুটার পরও) তুমি ততটুকু রিজিকই প্রাপ্ত হবে যতটুক আমি তোমার জন্য নির্ধারণ করেছি। হে বনি আদম! আমি অনায়েসেই সপ্ত আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছি। সুতরাং তোমাকে এক টুকরু রুটি (খাবার) দেয়া কি আমার জন্য কঠিন?

হে আদম সন্তান! তুমি আমাকে আগামীকালের রিজিকের ব্যাপারে প্রশ্ন করনা যেমনিভাবে আমি তোমাকে কাল কি কাজ করবে তা নিয়ে প্রশ্ন করিনা।

হে আদম সন্তান! আমি তোমাকে ভালবাসি। তোমার উপরও আমার অধিকার রয়েছে -সুতরাং আমাকে ভালবাস।"

একটি বিশেষ আকর্ষণ: আমি অনেক খোঁজাখুঁজির পরও এ হাদীসের সনদ খুঁজে পাই নি। কেউ পেয়ে থাকলে জানালে উপকৃত হব। জাজাকাল্লাহ

সূত্র: শেখ মুহাম্মদ মিতওয়ালী এশরাবীর বক্তব্যের সরল অনুবাদ। কোন ভূল হলে শুধরে দিয়ে বাধিত করবেন Happy

অনুবাদক: facebook.com/istanbultimes24

visit : http://www.istanbultimes24.com

বিষয়: বিবিধ

১৩১২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372472
১৯ জুন ২০১৬ দুপুর ১২:৩৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : অনুবাদ করতে করতেই হাত পাকাপোক্ত হয়ে উঠবে। চেষ্টা চালিয়ে যান।
ব্লগে একটা আয়োজন চলছে, আপনি জানেন কি? বিস্তারিত জানতে আমার পাতায় ঘুরে আসুন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File