তুরস্কের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বাংলাদেশি আবদুল আখের।
লিখেছেন লিখেছেন মুহামমাদ সামি ১৮ জুন, ২০১৬, ০৭:১১:১৭ সকাল
(ছবি লিংকে)
তুরস্কের ধর্মমন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক হিফজুল কোরআন ও সুন্দর তেলাওয়াত (ক্বারি) প্রতিযোগিতা পুরস্কার বিতরণীর মাধ্যমে আজ (১৭ জুলাই) শেষ হয়। এ প্রতিযোগিতা ইস্তাম্বুলের ঐতিহাসিক ফাতিহ মসজিদ চত্বরে (১০-১৭ জুন) অনুষ্ঠিত হয়।
৪৬ দেশের ৮২ হাফিজে কোরআন এ প্রতিযোগিতায় অংশ নেন। এদের মধ্যে ৪৫ জন হিফজুল কোরআন প্রতিযোগিতায় এবং বাকী ৩৭ জন সুন্দর তেলাওয়াত(ক্বারি) প্রতিযোগিতায় অংশ নেন। হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অধিকার করেন বাংলাদেশী হাফেজ আবদুল আখের। অন্যদিকে ক্বারি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ইন্দোনেশিয়ার জয়নুল আবেদিন।। প্রথম স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করেন তুরস্কের প্রেসিডেন্ট রেজেব তাইয়েফ এরদোয়ান।।
হাফেজ আবদুল আখের তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার ছাত্র।।
অভিনন্দন তাদেরকে..
ছবি এখানে:
https://www.facebook.com/photo.php?fbid=1049454395141483&set=pcb.1049454508474805&type=3&theater
বিষয়: বিবিধ
১৮৪৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন