মানবিকতা কি শুধু নির্দিষ্ট কিছু দলের জন্য??
লিখেছেন লিখেছেন মুহামমাদ সামি ১৫ নভেম্বর, ২০১৫, ১২:৪১:৩৯ রাত
ফেবু’তে দেখলাম প্রোফাইল পিক’এর সাথে ফ্রান্সের পতাকা সংযুক্ত করার একটা সিস্টেম চালু করেছে ফেবু কতৃপক্ষ , ফ্রান্সে সংগঠিত সন্ত্রাসী হামলার সমবেদনা স্বরূপ। আমার প্রশ্ন হল, ফেবু কতৃপক্ষ কোনদিন কি প্রোফাইল পিকে'র সাথে ফিলিস্তিনের পতাকা সংযুক্ত করার ব্যবস্থা করেছিল? অথচ, ফিলিস্তিনে দখলদার ইসরাইলের সন্ত্রাসী হামলায় শতশত ফিলিস্তিনি নিহত হচ্ছে প্রতিনিয়ত। অথবা সিরিয়া, ইরাক, আফগানিস্তানের পতাকা? অথবা পাকিস্তানের পতাকা সংযুক্ত করার কোন সিস্টেম চালু করেছিল কি ১৬ ডিসেম্বরের আর্মি স্কুলে সন্ত্রাসী হামলার পর? যেখানে শিশুসহ প্রায় দেড়শ লোক নিহত হয়েছিল। মানবতা বা মানবিকতা কি শুধু সিলেক্টিব কোন গ্রুপ বা দলের জন্য? এরকম ইম্পেরিয়াল মেন্টালিটির কারণেই পাশ্চাত্যের প্রতি মানুষের ঘৃণা দিন দিন বেড়ে চলেছে।
আমি প্যারিস হামলার নিন্দা জানাই, সাথে সাথে পাশ্চাত্যের ভণ্ডামি ও ইম্পেরিয়াল মানসিকতারও নিন্দা জানাই।। #MarkZukerberg
বিষয়: বিবিধ
১২১৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন