তুরস্কের সাধারণ নির্বাচনঃ ক্ষমতাসীন একেপার্টি একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর শংকায়।।

লিখেছেন লিখেছেন মুহামমাদ সামি ০৫ জুন, ২০১৫, ০৬:৩১:২৪ সন্ধ্যা

আগামী ৭ জুন রবিবার তুরস্কের পঞ্চবিংশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন নিয়ে প্রত্যেক পার্টি শেষ সময়ের প্রস্তুতি সম্পন্ন নিয়ে ব্যস্ত। একদিকে প্রত্যেক পার্টি মিটিং মিছিল আর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে জরিপ চালানো প্রতিষ্ঠানগুলোও বসে নেই। ছয়টি পৃথক জরিপ প্রতিষ্ঠানের জরিপের ফল বলছে ক্ষমতাসীন একে পার্টি নির্বাচনে প্রথম হবে কিন্তু এককভাবে ক্ষমতা গ্রহণের জন্য যে ২৭৬ টি আসন লাগবে তা হয়ত নাও পেতে পারে। সব জরিপে একেপার্টির ভোট ৩৮%-৪১% এর মধ্য উঠানামা করছে। যেখানে ২০১১ সালের জাতীয় নির্বাচনে তাদের ভোট ছিল ৪৬.৫৮।একেপার্টির ভোট কমে গেলেও চতুর্থ বৃহত্তম পার্টি পিপলস ডেমোক্রেটিক পার্টির ভোট সংখ্যা বেড়েছে। পার্লামেন্টে

প্রবেশের জন্য যে শতকরা ১০% ভোট পাওয়া লাগে তা এ পার্টি পেতে পারে বলে সকল জরিপে বলা হচ্ছে। কুরদিশ অধ্যুষিত অঞ্চলের একেপার্টির অতীতের প্রাপ্তভোট গুলোকি তাইলে কি পিপলস ডেমোক্রেটিক পার্টি(এইচডিপি) 'র থলিতে চলে যাচ্ছে? সময়ই বলে দিবে এর উত্তর।।

বিষয়: বিবিধ

১০১৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

324868
০৫ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কুর্দি অঞ্চলে রিপাবলিকান দের সম্ভবনা কম। একে পার্টি না পেলে স্থানিয় কিছু পার্টি পেতে পারে।
০৫ জুন ২০১৫ রাত ০৮:২১
266859
মুহামমাদ সামি লিখেছেন : পিপলস ডেমোক্রেটিক পার্টি(এইচডিপি) হল কুর্দি দের স্থানীয় পার্টি ।
324869
০৫ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কুর্দি অঞ্চলে রিপাবলিকান দের সম্ভবনা কম। একে পার্টি না পেলে স্থানিয় কিছু পার্টি পেতে পারে।
324951
০৬ জুন ২০১৫ সকাল ০৭:২৪
অবাক মুসাফীর লিখেছেন : নির্বাচনকে ঘিরে বেশিরভাগ সময়ই এসব জরিপের ফলাফল ফেল খায়... দেখা যাক, কালকেই তো নির্বাচন...!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File