শিক্ষাই জাতির মেরুদণ্ডঃ প্রসঙ্গ বাংলাদেশ
লিখেছেন লিখেছেন মুহামমাদ সামি ১৩ মার্চ, ২০১৫, ০৬:১২:৪৮ সন্ধ্যা
'শিক্ষাই জাতির মেরুদণ্ড' এর ভাবসম্প্রসারণ কত যে লিখেছি পরিক্ষার খাতায় তার কোন ইয়াত্তা নেই। এর একটি সাধারণ অর্থ যদি করা হয়, তাহলে বলতে হবে জাতিকে নিজস্ব স্বকীয়তায় দণ্ডয়মান রাখতে চাইলে জাতির সদস্যদের শিক্ষিত করা প্রয়োজন। অন্যথায় পরজীবী হিসেবে পরের কাঁধে ভর দিয়ে দাঁড়াতে হবে সেটাই স্বাভাবিক, এবং যদি দাঁড়াতে চায় তাহলে এর কোন বিকল্প নেই। দাঁড়াতে না চাইলে ভিন্ন কথা।
একটি জাতিকে শিক্ষিত করার জন্য সচেতন এবং দেশপ্রেমিক রাজনিতিকদের ভূমিকা অনস্বীকার্য। কারণ, রাজনীতিবিদরা জাতির সেবক হিসেবে জাতির প্রত্যেকটি সদস্যের অন্যতম মৌলিক অধিকার 'শিক্ষা'র অধিকার বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। এবং এই মৌলিক অধিকারকে যথাসম্ভব সহজলভ্য করারটা জাতির ঐসব খাদেমদেরই দায়িত্ব।
কিন্তু, বাংলাদেশের রাজনিতির ময়দানের দখলদার যারা তাঁদেরকে দেখা যায়, জাতির অন্যতম এ মৌলিক অধিকার বাস্তবায়নের পথে তাঁরাই মূল অন্তরায়। একপক্ষ ক্ষমতার মসনদে বসে 'মগের মুল্লক' কায়েম করে, অপরপক্ষ দিনের পর দিন হরতাল অবরোধে জনমন বিষণ্ণ করে তোলে। ব্যহত করে জনগণের স্বাভাবিক জীবন।
এস,এস,সি, ও সমমানের পরীক্ষার্থী ছোট ছোট কচি বাচ্চাগুলো রাজনীতির কিউবা বুঝে! কেন তাদের পরিক্ষায় ব্যাঘাত সৃষ্টি করা হচ্ছে? কেন তাদেরকে সঠিক সময়ে পরিক্ষা দিতে দেয়া হচ্ছে না? এ ছোট বাচ্চাদের মানসিকতা দেখার মত দরদী কোন রাজনিতিকের জন্ম কি হয়নি বাংলাদেশে? বিএনপি নেতৃত্বাধীন ২০ দল নাকি মাত্র আট হাজার জন এ লেভেল, ও লেভেল পরীক্ষার্থীদের জন্য হরতাল-অবরোধ বন্ধ করে দিয়েছিল। কিন্তু, কেন এস,এস,সি এবং সমমানের পরীক্ষার্থীদের ক্ষেত্রে এই বিমাতাসুলভ আচরণ!! ক্রিকেট আমিও ভালবাসি। বাংলাদেশের বিজয় মিছিল উপলক্ষে নাকি অবরোধ শিতিল করে দিয়েছিল বিএনপি। তবে, কেন এ ছোট ছোট বাচ্চাদের পরিক্ষা সঠিক সময়ে দিতে দেয়া হচ্ছেনা? জিজ্ঞাসার জবাব কি দিবেন কোন সুহৃদয়বান?? সামনে যে আবার এইচ,এস,সি সমমানের পরিক্ষা......!!!
রাজনীতির ময়দানের খেলোয়াড়দের বলব, শুধু নিজেদের কথা চিন্তা না করে যাদেরকে অবলম্বন করে ক্ষমতার মসনদে বসেন তাদের কথা একটু চিন্তা করে দেখেন...।। জাতিকে এভাবে ধ্বংস করে দিয়েন না। আপনাদের মত তারা হয়ত পরজীবী হয়ে বাঁচতে চায়না।
বিষয়: বিবিধ
১০৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন