গাজা নিয়ে সাধারণ মুসলমানদের প্রত্যাশা ও এরদোগানের মন্তব্য,.।

লিখেছেন লিখেছেন মুহামমাদ সামি ১১ জুলাই, ২০১৪, ০৭:৫০:০৩ সকাল

মুসলিম বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র তুরস্কের প্রধানমন্ত্রী রজব তাইয়েফ এরদোগান ফিলিস্তিনি মজলুম মুসলমানদের পক্ষে দেরীতে হলেও কথা বললেন আজ। তিনি বলেন, ''ইসরাইল ফিলিস্তিনে হামলা বন্ধ করা পর্যন্ত ইসরাইলের সাথে তুরস্কে সম্পর্ক উন্নয়নের কোন সুযোগ নেই।'' এক নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, ''একদিকে ইসরাইল অবরুদ্ধ

ফিলিস্তিনবাসীকে বোমা মেরে হত্যা করছে অপরদিকে তুরস্কের সাথে সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করছে। ইসরাইলের এহেন উদ্যোগ সফল হওয়ার নয়। তারা ফিলিস্তিনের উপর হামলা বন্ধ করে, গাজায় মানবিক সাহায্য পাঠানোর সব ধরণের বাঁধা অপসারণ না করা পর্যন্ত তাদের সাথে সম্পর্ক উন্নয়নের প্রশ্নই আসেনা।'

উল্লেখ্য যে, এরদোগান তুরস্কের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে একেপার্টির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

#SaveGaza #SavePalestine

তুরস্কের প্রধানমন্ত্রী ও হবু প্রেসিডেন্ট এরদোগানের এ উদ্যোগকে স্বাগত জানাই।। তবে আমরা সাধারণ জনগণ এরদোগানের কাছ থেকে আরও বড় কোন উদ্যোগ কামনা করেছিলাম। আমরা সাধারণ জনগণ কামনা করেছিলাম এরদোগান একজন মুসলিম নেতা হিসেবে অন্তত ইসরাইলকে ভয়ঙ্কর হুঁশিয়ার কোন উচ্চারণ করবে। চিন্তা করছিলাম উনি বলবেন, ''হে ইসরায়েল তোমরা যেহেতু সারা বিশ্ব থেকে ইহুদিদেরকে এনে তেল আবিবে জড়ো করতেছ, বেশী বাড়াবাড়ি করলে আমরাও তেমনিভাবে সারা বিশ্বের মুসলমানদের পক্ষ থেকে বাহিনী পাঠাব।''

উনি শুধু বলে গেলেন সম্পর্কের কথা। ইসরায়েলের সাথে সম্পর্ক বৃদ্ধি না করলে তুরস্কের কি এমন ক্ষতি হয়ে যাবে!! তারা কি কোন মুসলমান দেশের বন্ধু হতে পারে!!

আহ এরদোগান! আপনি আবারও আমাদেরকে হতাশ করলেন... হতাশ মুসলিম বিশ্ব! হতাশ গাজাবাসী! হতাশ হামাস! যারা আপনাকে সবচেয়ে কাছে লোক মনে করেন।

আল্লাহ সবার ভাল কাজ গুলো কবুল করুন। আমীন

বিষয়: বিবিধ

১৪৯৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

243719
১১ জুলাই ২০১৪ সকাল ০৭:৫৭
গ্রামের পথে পথে লিখেছেন :
নির্দ্দোষ মানুষ হত্যা কখনো সমর্থনযোগ্য নয়। হোক সে প্যালেস্টাইনী বা ইসরাইলী।

অথচ হামাস গত ৭২ ঘন্টায় ইসরাইলে ১৫০০ রকেট হামলা করেছে। যার প্রতিটি ইসরাইলী সাধারন জনগন কে টার্গেট করে নিক্ষেপ করা হয়েছে। ভাগ্যভাল, বিজ্ঞান প্রযুক্তি নির্ভর ইসরাইল তাদের "আয়রনডোম" দিয়ে হামাসের অধিকাংশ রকেট নিস্কৃয় করে দিছ্ছে। তা না হলে এতক্ষনে শতশত ইসরাইলী নারী-শিশু রক্তের বন্যায় ভেসে যেত।

এ বিষটিও ভাবতে হবে।?
১১ জুলাই ২০১৪ সকাল ০৮:১০
189307
প্যারিস থেকে আমি লিখেছেন : নাম পরিবর্তন করে শয়তান অন্যরুপ ধারন করেছে।
243842
১১ জুলাই ২০১৪ রাত ০৮:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
294434
১৫ ডিসেম্বর ২০১৪ রাত ০৪:১৯
মুহামমাদ সামি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File