বিয়ে বার্ষিকীতে প্রধানমন্ত্রী এরদোগানের পক্ষ থেকে স্ত্রী এমিনে এরদোগানকে চমকপ্রদ উপহার
লিখেছেন লিখেছেন মুহামমাদ সামি ০৫ জুলাই, ২০১৪, ০৭:২৮:৪১ সকাল
তুরস্কের অন্যতম সফল প্রধানমন্ত্রী রেজেব তাইয়েফ এরদোগান বিয়ে বন্ধনে আবদ্ধ হন ৪ জুলাই ১৯৭৮ সালে। গতকাল ছিল তাঁদের বিয়ের ৩৬ বছর পূর্তি।
বিয়ে বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী এরদোগান স্ত্রী এমিনে এরদোগানকে চমকপ্রদ এক উপহার দেন। তবে বিয়ে বার্ষিকী উপলক্ষে আয়োজিত কোন প্রোগ্রামে না। গতকাল ৪ জুলাই জুমাবার ইস্তানবুলের কাদিকয়স্থ মাদরাসা ছাত্রদের এলমানাই এ্যাসোসিয়েশনে যোগ দেন। এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাঁকে দেয়া ফুলের তোড়াটি স্ত্রী এমিনে এরদোগানকে বিয়ে বার্ষিকী
উপলক্ষে উপহার দেন। পরবর্তীতে নাতনি মাহিনুরকে কোলে নিয়ে আগত অতীতিদের শুভেচ্ছা জানান
দেশ-বিদেশের আরও খবর পেতে https://www.facebook.com/ctgnewsagency?ref_type=bookmark
বিষয়: বিবিধ
১৫৯৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
৭০ দশকের মেয়ের বয়স এখন ৪৫-৫৫ বছর । প্রযুক্তির উতকর্ষতার যুগে মানুষের চাওয়ারও পরিবর্তন হয় । এখন যদি উনাকে Apple এর সেট না দিয়ে NOKIA এর পুরনো Model দেওয়া হয় তাহলে কি মানাবে ?
মন্তব্য করতে লগইন করুন