জন্মের মত মৃত্যুও একেই দিনেঃ নিয়তি
লিখেছেন লিখেছেন মুহামমাদ সামি ১৫ মে, ২০১৪, ০৫:১৬:১৩ বিকাল
তুরস্কের মারসিন শহরের সোমা অঞ্চলে ভয়বহতম কয়লা খনি বিস্ফোরণে দু’জমজ ভাই নিহতের খবরে এলাকায় শোকের ছায়া নেমে পড়ে। ১৯৮২ সালে জন্ম নেয়া জমজ ভাই সোলাইমান এবং ইসমাইল চাতা’কে সোমার বায়াত গ্রামে গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়। গ্রামবাসীদের দেয়া তথ্য মতে, ৩-৪ বছর আগে একেই দিনে বিয়ে করা জমজ এ দুই ভাই ৮-৯ বছর ধরে ঐ কয়লা খনিতে কাজ করে আসছে।
ঘরের জমজ সন্তান ইসমাইল চাতা’র ৩ বছরের জমজ মেয়ে এবং সোলাইমান চাতা’র ৪ বছরের একটা ছেলে আছে বলে জানা যায়।
গ্রামের মোক্তার হামিদ চাকার নিহত জমজ দুই ভাইয়ের একেই সময়ে সেনাবাহিনী ট্রেনিংএ যাওয়া একেই দিন বিয়ে করা এবং একেই দিনে সোমা’তে সামনা-সামনি দু’টা ঘর কিনে ঐ ঘরে না উঠার আগেই মারা যাওয়ার কথা বলেন।
মোক্তার হামিদ চাকার আরও বলেন, ‘’কয়লা খনিতে নিহত হওয়া এ জমজ দুই ভাই কাজকে অনেক ভালবাসত। আমার ধারণা মতে তারা গত ৫-৬ বছর ধরে কোন ছুটি ছাড়া একটানা কাজ করে আসছে ।‘’
এখানে উল্লেখ্য যে, তুরস্কে ২০ বছর বয়স পূর্ণ হওয়ার পর সবার সেনা ট্রেনিং নেয়া বাধ্যতামূলক। যারা পড়াশুনা করেন তারা পড়াশুনা শেষ করার পরপরই সেনা ট্রেনিং ক্যাম্প এ যেতে বাধ্য।
বিষয়: বিবিধ
১১৬৪ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন