পৃথিবীবাসী বড়ই স্বার্থপর তাই না!!

লিখেছেন লিখেছেন মুহামমাদ সামি ২০ এপ্রিল, ২০১৪, ০৫:১৪:০৪ সকাল

নাহ! আমরা এখনো ঘুমেই রয়ে গেছি। আমাদের আর বোধোদয় হলইনা। আফসোস!

আমরা নিজেদের উপর কোন আপদ না আসা পর্যন্ত আমাদের বোধোদয় হয়না, হইনা জালিমের বিরুদ্ধে সোচ্চার। কারণ, আমিতো সুখেই আছি। আপনে বাঁচলে বাপের নাম।

ক্ষমতার দ্বন্দ্বে আমরা অন্ধ হয়ে গেছি। দুই দিনের এ ক্ষমতার মসনদ রক্ষা করার জন্য লাখ লাখ মানুষকে পথে বসিয়ে দিই নিমিষেই। যে কোন যুদ্ধ বিগ্রহ ঐ সব দেশের জন্য মহামারি ছাড়া আর কিছু নয়। নিচের এই ছোট্ট বাচ্চাটির নাম মুহাম্মাদ আল শাওয়া। সিরিয়ার দুঃখিনী মায়ের ছেলে সে। তাঁর মায়েরও ইচ্ছে ছিল দুধ দিয়ে কলা মাখিয়ে ছেলেকে খাইয়ে দেয়ার কিন্তু না, একটা যুদ্ধ একটা সংঘাত সব কেড়ে নিল। মায়ের সামনেই তাঁর দুধের বাচ্চাকে পাড়ি দিত হল না ফেরার দেশের এক মুষ্টি খাবারের অভাবে। কিভাবে সহ্য করবে তাঁর মা, চিন্তা কি করেছি? না, চিন্তা করব কেন, আমার উপর কি এ বিপদ এসেছে নাকি,আমি সুখে থাকলেই তো হল। অন্য জন মারা গেলে তাতে আমার কি?

হে মুহাম্মাদ আল শাওয়া। জানিনা তুমি কি নালিশ নিয়ে তোমার রবের দরবারে হাজির হয়েছ।। ক্ষমা করে দিও, তোমার জাতির ক্ষমাতান্ধতা তোমাকে বাঁচতে দিলনা। মায়ের কোল থেকে কেড়ে নিল তোমায়।। তুমি হয়ত বলবে, ''আমি ছোট মানুষ কত খাবারই বাঁ খাইতাম, তোমরা আমাকে তারও অধিকার দিলেনা!'' পৃথিবীবাসী বড়ই স্বার্থপর তাইনা...

বিষয়: বিবিধ

১৩৮৭ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

210485
২০ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৫৩
নূর আল আমিন লিখেছেন : আমরা অন্ধ
২২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫১
160072
মুহামমাদ সামি লিখেছেন : দুঃখ আমাদের জন্য :(
210487
২০ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৫৬
বিদ্যালো১ লিখেছেন : ভালো লাগল। May Allah make us realize it.
২২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫২
160073
মুহামমাদ সামি লিখেছেন : আমীন। জাজাকাল্লাহGood Luck
214998
২৯ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
এরবাকান লিখেছেন : হে আল্লাহ তুমি আমাদের কে দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল কর। আর এই জাঞ্জা বিক্ষুব্ধ দুনিয়াকে তুমি শান্তিময় করে দাও ইয়া মাবুদ
215695
০১ মে ২০১৪ রাত ০২:৪৫
মুহামমাদ সামি লিখেছেন : আমিন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File