ঈমানের পরীক্ষায় করিও উত্তীর্ণ মা'বুদ
লিখেছেন লিখেছেন মুহামমাদ সামি ১৩ এপ্রিল, ২০১৪, ০৩:৫৭:৪৯ দুপুর
এক বৃদ্ধ বাবা তাঁর নাস্তিক ছেলেকে কোরবানির দিন বললেন ''কোন ইমানদার লোক দেখে আমাদের গরুটা কোরবানি করে নিয়ে আয়তো বাবা।'' ছেলে ছুরিকা (দা) হাতে বের হয়ে গেলো ইমানদার লোকের সন্ধানে। যেতে যেতে সামনে গিয়ে পড়ল এক মসজিদ। মুসল্লিরা নামাজ শেষে জিকির-আজকারে ব্যস্থ, এমন সময় নাঙা ছুরি হাতে এক যুবককে দেখে সবাই ভীত হয়ে গেলো। যুবক জিজ্ঞেস করল এখানে কি কোন ইমানদার আছেন? কারো কোন সাড়াশব্দ নেই।। এভাবে বেশ কয়েকবার জিজ্ঞেস করার পর এক বৃদ্ধ (যিনি ঠিক মত হাঠা চলা করতে পারেননা) বললেন আমি আছি, তখন যুবক তাঁকে বাইরে নিয়ে গেলেন। কিন্তু বৃদ্ধ হওয়ার কারণে গরু জবাই করতে কষ্ট হওয়ায় যুবক ঐ রক্তাক্ত ছুরি হাতে আবার মসজিদে প্রবেশ করে এবং বলে এখানে আর কোন ইমানদার কি আছেন? কেউ কোন কথা বলেনা। যুবক বিস্মিত হয়ে বলে,''আর কোন ইমানদার কি নেই এতগুলো মানুষের মধ্যে!!'' তখন মুসল্লিরা সবাই ইমাম সাহেবের দিকে দেখিয়ে বললেন উনি আছেন ইমানদার। তখন ইমাম সাহেব হেসে বললেন ''তোমাদেরকে দুই-চার রাকা'ত নামাজ পড়াই বলেই কি আমি ইমানদার হয়ে গেলাম?''
খুবি দুঃখজনক! কাউকে ছোট করার জন্য আমার এ লেখা না। শুধু সবাইকে একটু স্মরণ করিয়ে দেয়ার জন্য আসলে আমাদের ঈমান কত শক্তিশালী। আমার ঈমান কি আপসহীনভাবে হেঁসে হেঁসে জালিমের ফাঁসীর মঞ্চে উঠাতে পারবে আমাকে? আমার ঈমান কি অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ করাবে আমাকে? আসুন আর একবার ঈমানকে ঝালাই করি। একসাথে গেয়ে যাই
''আমাকে দাও সে ঈমান আল্লাহ্ মেহেরবান
যে ঈমান ফাঁসীর মঞ্চে গায় জীবনেরি গান'
বিষয়: বিবিধ
১১৯১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন