মিশরের #৫২৯ ফাঁসীর বিরুদ্ধে উত্তাল তুরস্ক,
লিখেছেন লিখেছেন মুহামমাদ সামি ১০ এপ্রিল, ২০১৪, ০৪:২৬:৪০ রাত
তুরস্কের ৫০'টিরও বেশী জেলা শহরে মিশরের ৫২৯ ফাঁসীর রায়ের বিরুদ্ধে প্রতিবাদ সভা এবং প্রেস
কনফারেন্স অনুষ্ঠিত হয়। বিশেষ করে ক্ষমতাসীন একে পার্টির যুব দলের উদ্যোগে এসব সমাবেশ এবং প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, তুরস্কের সংসদ থেকেও মিশরের চলমান জুলুমের বিরুদ্ধে দৃপ্ত উচ্চারণ করা হয়। সংসদীয় দলের ভাইস প্রেসিডেন্ট মেরাল আকশেনের
করা ঘোষণা পত্রে বলা হয়েছে, ''মিশরের চলমান পরিস্থিতি আমরা উদ্বেগের সাথে অবলোকন করছি এবং আমরা মিশরের সকল মুসলিম ভাইদের পক্ষেই আছি, মিশরের সকল ভাই-বোনদের মানবাধিকার, স্বাধীনতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সকল প্রচেস্টাকে আমরা সমর্থন
করছি এবং শুধুমাত্র রাজনৈতিক কারণে দেয়া ফাঁসীর আদেশে শুধুমাত্র মিশরের নাগরিক না স্পষ্টতঃ সারা বিশ্বের মানব আত্মা মধ্যে দংশিত হয়েছে।''
বিঃদ্রঃ প্রিয় নেতা গোলাম আজমের ছবিও দেখা যাচ্ছে যদিও ছবির ক্যাপশন একটু ভুল দেয়া আছে।
বিষয়: বিবিধ
১২৬৬ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
ওহ আল্লাহ আমাদের মধ্যস্থিত আলেম ওলামা ও নেতাদেরকে তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পাদনের তৌফিক দিন। আর নয়তো তাদের পরিবর্তে আপনার ওয়াদানুযায়ী আমাদেরকে অলটারনেটিভ লিডার দিন। আমরা অন্যায় ও অবিচার হতে মুক্তি পাবার দিশা চাই।
শেয়ার করার জন্য আপনাকে ধণ্যবাদ।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> রায়হান রহমান লিখেছেন : কাফের, নাস্তিকদের বিরুদ্ধে আবাবিল পাখির বিকল্প নেই। হে আল্লা অবিলম্বে আবাবিল ব্রীগেড পাঠাও।আর যে সব জংগী কাফের কিংবা নাস্তিক অনাহুদ মানুষকে কষ্ট দেয়, জুলুম করে - তাদের বিরুদ্ধে ধৈর্য ও সবর এর সীমারেখায় প্রতিবাদ করতে যে কোন একজন মুসলিম ডাক দিলে - ঐ সব রেইসিস্ট, জংগী কাফের ও নাস্তিকদের ঘুম হারাম হয়ে যাবে। আমার কমেন্টে আমি সেই আহ্বান জানিয়েছি - এটা ভেবে যে আমাদের ধৈর্য ও সবরের সময় বুঝিবা শেষ হয়ে আসছে।
বিভিন্ন ব্লগে আপনার কমেন্ট পড়ে বলতে ইচ্ছা করছে - গনজাগরন মঞ্চের নাস্তিকদের দেখুন - কোথাকার কোন হাট হাজারীর এক মুসলমান ডাক দিলেন - ইমরান গং রা দাড়ি পান্জাবীই শুধু ধরলেন না, গর্তে ডুকে গেলেন - রোদ বৃষ্টি হিসাব করে বের হন। তাও রক্ষা পাচ্ছেন না। লজ্জায় হয়তো বলতেও পারছেন না - জামাত শিবির আর হেফাজত এর পুলিশ কিংবা পোলাপান ওনাদের শাহবাগে গণধোলাই দিয়েছেন। যদিও ইতোপূর্বে ওনারা এমন করেই এর দায় তার ঘাড়ে চাপাতেন।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> রায়হান রহমান লিখেছেন : আল্যার ভাগ্য ভাল, ওনার চাকরগিরী করার জন্য এ যুগেও মুমিন নামধারী উইপোকার অভাব নেই। পাক কোরাণের বিজ্ঞানে আলোকিত আল্যার চাকর বাহিনী এখনো নূরানী নবীর আবাবিল প্রযুক্তির যুগে আছেন। সঙ্গত কারনেই ইহুদী-নাসারা-নাস্তিক'দের অত্যাধুনিক ড্রোন ক্ষেপনাস্ত্রের ভয়ে আবাবিল পাখি ঐ দিকে চাপতে চায় না। মাঝখানে মাইনকাচিপায় পরে হতভাগ্য চাকর বাহিনীর কপালে পরকালের ৭২ বেশ্যা ছাড়া আর কিছু জুটে না। আক্ষেপ.....আর অন্যদিকে প্রতিনিয়ত দেখছে অবিশ্বাসী, নাস্তিক ও দুনিয়ার পেছনে ছোটা ইহুদী ও নাছারাদের অবিরত মরার টেনশান, সম্পদ হারাবার টেনশান, পরিবার পরিজন হারাবার টেনশান, ক্যারিয়ার ও চাকরী হারাবার টেনশান এ বিকৃতি এক জীবনাচারে জড়িয়ে পড়ছে। মুমিন রা দেখছে টেনশানের এই জালে জড়িয়ে কিভাবে তারা প্রাইমারী স্কুলে ডুকে গুলি করে শিশু মারছে, ড্রাগ নিয়ে, গনিকা নিয়ে, আত্মহত্যার মহৌৎসবে শান্তি খুজতে চাইছে। আবার কেউ একের পর এক নিউক্লিয়ার আরসানল এর মজুত বাড়িয়ে, একে তাকে ড্রোনের মাধ্যমে মেরে, ওকে তাকে জেলে রেখেও - শান্তি ও স্বস্তি পাচ্ছেনা, নিজেকে নিরাপদ ভাবতে পারছেন। আর প্রভুর প্রতি অকৃতজ্ঞ এসব জানোয়ার তুল্য মানুষ এর পরকাল তো থাকতে পারেনা। কিবলেন?
মন্তব্য করতে লগইন করুন