খবরঃ তুরস্কে অনির্দিষ্ট কালের জন্য টুইটটার ব্যবহার নিষিদ্ধ করে দেয়া হয়েছে।

লিখেছেন লিখেছেন মুহামমাদ সামি ২১ মার্চ, ২০১৪, ০৫:৩৫:৪৬ সকাল

খবরঃ আজ রাত তুরস্ক সময় ১১ টা ৩০ মিনিটে বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট টুইটটার নিষিদ্ধ করা হয়।

.কোন কিছুতেই বাড়াবাড়ি করা মোটেই ঠিক না। আর মানুষ যখন ক্ষমতা বেশী পেয়ে যায় তখন স্বাভাবিক ভাবেই তার অহংবোধটা বেড়ে যায়। এরদোগান মুসলমানদের আশা-আকাঙ্কার প্রতীক এতে কোন সন্দেহ নেই। কিন্তু ইদানিংকালে তাকেও যেন অহংবোধের ভূতটা চেপে বসেছে। তাঁর প্রতিটা নির্বাচনী জনসভায় খেয়াল করলাম সে অন্য দলগুলোকে কোন রাজনৈতিক দলই মনে করেনা। তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলে। অনেকে হয়ত বলতে পারেন এটা রাজনৈতিক ভাষা (!?)। আমার কাছে কেন জানি মনে হয় তিনি সারা তুরস্কবাসীর প্রধানমন্ত্রী এখনো হতে পারেননি বরং তিনি শুধুমাত্র পার্টির গণ্ডির মধ্যে থেকেই একেপার্টির প্রধানমন্ত্রী হিসেবেই রয়েছেন। দলমতের উপরে এসে তাঁকে দায়িত্ব পালন করতে হবে যদি সফল হতে হয়। আমরা/তোমরা দু'গ্রুপে ভাগ করার কোন সুযোগ নেই। আমার লিখাগুলো হয়ত কোন কাজে আসবেনা। কিন্তু আমার ভয় হয় এরদোগান এমন আচরণ যদি অব্যাহতভাবে চালিয়ে যান তাহলে এ ভুলের মাসুল কিন্তু সারা বিশ্বের মুসলমানদেরকে দিতে হবে তিলে তিলে।.কোন কিছুতেই বাড়াবাড়ি করা মোটেই ঠিক না। আর মানুষ যখন ক্ষমতা বেশী পেয়ে যায় তখন স্বাভাবিক ভাবেই তার অহংবোধটা বেড়ে যায়। এরদোগান মুসলমানদের আশা-আকাঙ্কার প্রতীক এতে কোন সন্দেহ নেই। কিন্তু ইদানিংকালে তাকেও যেন অহংবোধের ভূতটা চেপে বসেছে। তাঁর প্রতিটা নির্বাচনী জনসভায় খেয়াল করলাম সে অন্য দলগুলোকে কোন রাজনৈতিক দলই মনে করেনা। তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলে। অনেকে হয়ত বলতে পারেন এটা রাজনৈতিক ভাষা (!?)। আমার কাছে কেন জানি মনে হয় তিনি সারা তুরস্কবাসীর প্রধানমন্ত্রী এখনো হতে পারেননি বরং তিনি শুধুমাত্র পার্টির গণ্ডির মধ্যে থেকেই একেপার্টির প্রধানমন্ত্রী হিসেবেই রয়েছেন। দলমতের উপরে এসে তাঁকে দায়িত্ব পালন করতে হবে যদি সফল হতে হয়। আমরা/তোমরা দু'গ্রুপে ভাগ করার কোন সুযোগ নেই। আমার লিখাগুলো হয়ত কোন কাজে আসবেনা। কিন্তু আমার ভয় হয় এরদোগান এমন আচরণ যদি অব্যাহতভাবে চালিয়ে যান তাহলে এ ভুলের মাসুল কিন্তু সারা বিশ্বের মুসলমানদেরকে দিতে হবে তিলে তিলে।

বিষয়: বিবিধ

৯৬১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

195619
২১ মার্চ ২০১৪ সকাল ০৬:৪৬
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : হয়ত আপনার ধারনাই ঠিক । কিন্তু আমার আরো একটি বিষয় আশংকা হয় । এরদোগানকে চরম প্রতিকুলতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করে এগুতে হচ্ছে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File