২৫ অক্টোবর...............প্রতীক্ষার অবসান!!(কারফিউ যারি এবং সভা-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ) (ভিডিও সহ)

লিখেছেন লিখেছেন মুহামমাদ সামি ২৫ অক্টোবর, ২০১৩, ০২:৪৯:১৫ রাত

আজ সেই কাঙ্কিত-প্রতীক্ষিত ২৫ অক্টোবর ! প্রভাতের সূর্য কিরণ দেয়ার সাথে সাথেই সব প্রতীক্ষার অবসান ঘটবে। জানিনা কি হতে যাচ্ছে! বড়সড় কোন পরিবর্তন ঘটার আনাগোনা দেখা যাচ্ছে। ঢাকার আনাচে-কানাচে ,অলিতে-গলিতে সিভিল পোশাকে এবং ইউনিফর্ম পরা অস্ত্র-শস্ত্র সজ্জিত পুলিশের ছড়াছড়ি।যেকোন পরিস্থিতি মোকাবেলায় সরকারীদলের হয়ে কাজ করতে তারা প্রস্তুত বলে মনে হচ্ছে। খবরে জানা গেছে পুলিশের ইউনিফর্ম পরা নতুন মুখ দেখা যাচ্ছে।বিশ্বস্ত সুত্রে জানা গেছে তারা ছাত্রলীগের সক্রিয় কর্মী।আরেকটি শঙ্কা থেকেই যায়,গত কয়েকদিন ধরে পত্র-পত্রিকায় দেখা যাচ্ছে বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিক অনুপ্রবেশ করার খবর এবং উরধতন কর্মকর্তাদের আদেশে তাদেরকে ছেড়ে দেয়ার খবর ।জানিনা তারা আসলে কারা। ৫ মে'র মত কোন প্রশিক্ষিত কমান্ডো বাহিনীর অনুপ্রবেশ নাতো এটা ??দেশের চিন্তাবিদদের মনেও একেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে! তার মানে কি এটাই বুঝাই যায় সরকারীদল জোরেশোরে মাঠে নেমেছে!যেভাবেই হোক বিরুধীদলকে ঠেকানোই তাদের একমাত্র প্ল্যান! ঢাকা শহরে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা এবং বড় শহর গুলিতে কারপিউ জারীর মাধ্যমে তারই আভাষ আমরা পাই।

এখন শুধু দেখার পালা কি ঘটতে যাচ্ছে আজ।সরকারী দল কি একটু নমনীয় হবে !অথবা বিরুধীদল কি পারবে সকল বাঁধা-বিপত্তি ডিঙ্গিয়ে তাদের দাবী আদায় করতে।দেশের জনগণও আজ তাকিয়ে,আশঙ্কা তাদের চোখে-মুখে।কি হতে যাচ্ছে আজ!! তারা কোন মতেই আর একটি লগি-বৈটার ২৮ অক্টোবর বা ৫ মে'র কালো রাত চায়না।চায়না অকারণে আর একটিও রক্ত বিন্ধু ঝরুক।

অক্টোবর মাস আসলে আমি ভয়ে শিহরিত হয়ে থাকি।আমার চোখের সামনে ভেসে আসে মেধাবী ছাত্র মোজাহিদ বা খোলা মাঠে রাজপথে নাঙ্ঘা লগি বৈটা নিয়ে প্রহার করতে করতে মেরে ফেলা জসীমের ছবি।

http://www.youtube.com/watch?v=vZNKDBRVmgM

একজন মানুষ হিসেবে অনেক অসহায় মনে হয় এবং নিজেকে নিজে ধিক্কার দিই।এ কি স্বাধীন কোন দেশের চিত্র হতে পারে!!এমন স্বাধীনতার আদৌ কি কোন দরকার ছিল?? আমাদের ভুলে গেলে চলবেনা সেদিন কিন্তু লগি- বৈটা নিয়ে আক্রমনে আহবান জানিয়েছিলেন আমাদের শেখ হাসিনাই।যার মুখে এখন মানব দরদের কথা শুনা যায়। দেখুন ভিডিও http://www.youtube.com/watch?v=XAaKS8n-emM

দেশের সাধারণ জনগনের কাছে আমাদের একমাত্র আহবান ভিডিওটি দেখুন ।শেখ হাসিনার মায়াকান্নায় আর বিশ্বাস করবেননা আল্লাহ ওয়াস্তে।মনে রাখবেন আওয়ামী বা শেখ হাসিনার কাছে আপনাদের প্রানের কোন দাম নেই তারা ক্ষমতার লোভে তারা সব কিছু করতে পারে। সুতরাং,সিদ্ধান্ত আপনার

#SaveBangladesh

বিষয়: বিবিধ

১৫২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File